ETV Bharat / bharat

"তাঁর সঙ্গে আলোচনা ও সাক্ষাৎ চিরজীবন মনে রাখব" - প্রণব মুখোপাধ্যায়

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রণববাবু । আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হয় । বিকেলে সেনা হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

Narendra Modi
ছবি
author img

By

Published : Aug 31, 2020, 6:58 PM IST

Updated : Aug 31, 2020, 7:34 PM IST

দিল্লি, 31 অগাস্ট : ছিলেন গভীর কোমায় । আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের । সন্ধেয় মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে নিজের দু'টি ছবিও শেয়ার করেছেন তিনি । লিখেছেন, "2014 সালে দিল্লি আমার কাছে একদম নতুন ছিল । প্রথম দিন থেকে তাঁর উপদেশ, সমর্থন পেয়েছি । তাঁর সঙ্গে আলাপ-আলোচনা ও সাক্ষাৎ আমি চিরজীবন মনে রাখব । তাঁর সমর্থক, পরিজন, বন্ধু- সকলের প্রতি আমি সমবেদনা জানাই ।"

আরও একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ । আমাদের দেশের উন্নয়নে এক গভীর ছাপ রেখে গেছেন তিনি । অগাধ পাণ্ডিত্য ও বিশাল জ্ঞান ছিল তাঁর । রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে সবাই তাঁকে শ্রদ্ধা করত । এবং সমাজের সব স্তরের মানুষই তাঁকে ভালোবাসতেন ।"

  • India grieves the passing away of Bharat Ratna Shri Pranab Mukherjee. He has left an indelible mark on the development trajectory of our nation. A scholar par excellence, a towering statesman, he was admired across the political spectrum and by all sections of society. pic.twitter.com/gz6rwQbxi6

    — Narendra Modi (@narendramodi) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রণববাবু । জানা যায়, কোরোনাতেও আক্রান্ত তিনি । তার মধ্যেই মস্তিষ্কে হয় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার । পরে গভীর কোমায় চলে যান তিনি । আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হয় । বিকেলে সেনা হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

দিল্লি, 31 অগাস্ট : ছিলেন গভীর কোমায় । আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের । সন্ধেয় মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে নিজের দু'টি ছবিও শেয়ার করেছেন তিনি । লিখেছেন, "2014 সালে দিল্লি আমার কাছে একদম নতুন ছিল । প্রথম দিন থেকে তাঁর উপদেশ, সমর্থন পেয়েছি । তাঁর সঙ্গে আলাপ-আলোচনা ও সাক্ষাৎ আমি চিরজীবন মনে রাখব । তাঁর সমর্থক, পরিজন, বন্ধু- সকলের প্রতি আমি সমবেদনা জানাই ।"

আরও একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ । আমাদের দেশের উন্নয়নে এক গভীর ছাপ রেখে গেছেন তিনি । অগাধ পাণ্ডিত্য ও বিশাল জ্ঞান ছিল তাঁর । রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে সবাই তাঁকে শ্রদ্ধা করত । এবং সমাজের সব স্তরের মানুষই তাঁকে ভালোবাসতেন ।"

  • India grieves the passing away of Bharat Ratna Shri Pranab Mukherjee. He has left an indelible mark on the development trajectory of our nation. A scholar par excellence, a towering statesman, he was admired across the political spectrum and by all sections of society. pic.twitter.com/gz6rwQbxi6

    — Narendra Modi (@narendramodi) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি ছিলেন প্রণববাবু । জানা যায়, কোরোনাতেও আক্রান্ত তিনি । তার মধ্যেই মস্তিষ্কে হয় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার । পরে গভীর কোমায় চলে যান তিনি । আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হয় । বিকেলে সেনা হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

Last Updated : Aug 31, 2020, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.