ETV Bharat / bharat

বায়ুসেনার পাইলটদের স্যালিউট : রাহুল - pulwama

"ভারতীয় বায়ুসেনার পাইলটদের স্যালিউট।" পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হামলা চালানোর পর এই প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

রাহুল গান্ধি
author img

By

Published : Feb 26, 2019, 12:03 PM IST

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : "ভারতীয় বায়ুসেনার পাইলটদের স্যালিউট।" পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হামলা চালানোর পর এই প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

আজ ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা হয়। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের কন্ট্রোলরুমও।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪৫ জন জওয়ান। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। হামলার পরিকল্পনা যে পাকিস্তানের মাটি থেকেই হয়েছে, তদন্তে নেমে তা পরিষ্কার হয়ে যায় NIA-র কাছে। উপযুক্ত জবাব যে ভারত দেবে, তা বার বার পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মাত্র ১২ দিন, তার মধ্যেই সীমান্তে অভিযান চালাল ভারত। গুঁড়িয়ে দিল জঙ্গিঘাঁটি। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের কন্ট্রোলরুমও।

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : "ভারতীয় বায়ুসেনার পাইলটদের স্যালিউট।" পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হামলা চালানোর পর এই প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

আজ ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা হয়। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের কন্ট্রোলরুমও।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪৫ জন জওয়ান। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। হামলার পরিকল্পনা যে পাকিস্তানের মাটি থেকেই হয়েছে, তদন্তে নেমে তা পরিষ্কার হয়ে যায় NIA-র কাছে। উপযুক্ত জবাব যে ভারত দেবে, তা বার বার পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মাত্র ১২ দিন, তার মধ্যেই সীমান্তে অভিযান চালাল ভারত। গুঁড়িয়ে দিল জঙ্গিঘাঁটি। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের কন্ট্রোলরুমও।


New Delhi, Feb 25 (ANI): A day after Arunachal Pradesh capital Itanagar engulfed in violence over the permanent resident certificate (PRC) issue, Congress leaders from the North-East met officials of Home Ministry today in the national capital. We met officials of Home Ministry in absence of the Home Minister and said that there must be a judicial commission of enquiry under a high court judge. to enquire into the firing and killing of the innocent people. We also asked the Home Ministry that the Chief Minister and deputy Chief Minister must be sacked because they are responsible for this,"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.