ETV Bharat / bharat

আমি একটা ভুল খেলা খেলেছি, চিঠিতে লিখেছিলেন সুশান্ত - once wrote in a letter to self

সুশান্তের চিঠিটি সোশাল মিডিয়ায় প্রকাশ হতেই, তাঁর অগণিত ভক্তের লাইকে ভরে যায় । শেয়ারও হয় চিঠির ওই ছবি । যেখানে অভিনেতা তাঁর জীবনের না পারা এবং ভবিষ্য়তে করতে চাওয়া অনেক কিছু নিয়েই লিখেছিলেন । তিনি আরও লেখেন, "আমি আসলে যেভাবে থাকি, আদতে আমি তা নই । কিন্তু, যদি আমি ভালো কিছু করতে পারি..."

i-realised-i-had-the-game-wrong-sushant-singh-rajput-once-wrote-in-a-letter-to-self
সুশান্তের নিজেকে নিজের লেখা চিঠি, সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর দিদি
author img

By

Published : Jan 14, 2021, 2:32 PM IST

মুম্বই : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লেখা একটি চিঠি প্রকাশ্য়ে আনলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি । সোশাল মিডিয়ায় শেয়ার করা ওই চিঠিতে সুশান্ত লিখেছিলেন, "আমার মনে হয় জীবনের তিরিশটা বছর আমি নিজের পরিচয় তৈরি করতেই কাটিয়ে দিয়েছি । আমি ভালো একটা কিছু করতে চেয়েছিলাম । আমি টেনিস এবং স্কুলের গ্রেডে নিজেকে ভালো করতে চেয়েছিলাম ।"

সুশান্তের এই চিঠি সোশাল মিডিয়ায় প্রকাশ হতেই, তাঁর অগণিত ভক্তের লাইকে ভরে যায় । শেয়ারও হয় চিঠির ওই ছবি । যেখানে অভিনেতা তাঁর জীবনের না পারা এবং ভবিষ্য়তে করতে চাওয়া অনেক কিছু নিয়েই লিখেছিলেন । তিনি আরও লেখেন, "আমি আসলে যেভাবে থাকি, আদতে আমি তা নই । কিন্তু, যদি আমি ভালো কিছু করতে পারি..." এরপরেই অভিনেতা যোগ করেছেন, "আমি একটা ভুল খেলা খেলেছি । কারণ আমি যা আগে থেকেই ছিলাম, সেইটাই আমি খুঁজে গিয়েছি ।" এখানেই নিজের চিঠিটা শেষ করেছিলেন সুশান্ত ।

আরও পড়ুন : সুশান্তের স্মৃতিতে এক লক্ষ গাছ

নিজের ভাইয়ের লেখা চিঠি সোশাল মিডিয়ায় শেয়ার করে সুশান্তের স্মৃতিচারণায় শ্বেতা লেখেন, "ভাইয়ের লেখা... কত গভীর চিন্তা ।" সোশাল মিডিয়ায় সুশান্তের স্মৃতি ফের একবার ফুটে উঠতেই ভাবুক হয়ে উঠেছেন তাঁর ভক্তরাও । গত বছর 14 জুন মুম্বইয়ের ফ্ল্য়াটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেই ঘটনায় সুশান্তের বাবা ও দিদি, অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন । সেই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে ।

মুম্বই : প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের লেখা একটি চিঠি প্রকাশ্য়ে আনলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি । সোশাল মিডিয়ায় শেয়ার করা ওই চিঠিতে সুশান্ত লিখেছিলেন, "আমার মনে হয় জীবনের তিরিশটা বছর আমি নিজের পরিচয় তৈরি করতেই কাটিয়ে দিয়েছি । আমি ভালো একটা কিছু করতে চেয়েছিলাম । আমি টেনিস এবং স্কুলের গ্রেডে নিজেকে ভালো করতে চেয়েছিলাম ।"

সুশান্তের এই চিঠি সোশাল মিডিয়ায় প্রকাশ হতেই, তাঁর অগণিত ভক্তের লাইকে ভরে যায় । শেয়ারও হয় চিঠির ওই ছবি । যেখানে অভিনেতা তাঁর জীবনের না পারা এবং ভবিষ্য়তে করতে চাওয়া অনেক কিছু নিয়েই লিখেছিলেন । তিনি আরও লেখেন, "আমি আসলে যেভাবে থাকি, আদতে আমি তা নই । কিন্তু, যদি আমি ভালো কিছু করতে পারি..." এরপরেই অভিনেতা যোগ করেছেন, "আমি একটা ভুল খেলা খেলেছি । কারণ আমি যা আগে থেকেই ছিলাম, সেইটাই আমি খুঁজে গিয়েছি ।" এখানেই নিজের চিঠিটা শেষ করেছিলেন সুশান্ত ।

আরও পড়ুন : সুশান্তের স্মৃতিতে এক লক্ষ গাছ

নিজের ভাইয়ের লেখা চিঠি সোশাল মিডিয়ায় শেয়ার করে সুশান্তের স্মৃতিচারণায় শ্বেতা লেখেন, "ভাইয়ের লেখা... কত গভীর চিন্তা ।" সোশাল মিডিয়ায় সুশান্তের স্মৃতি ফের একবার ফুটে উঠতেই ভাবুক হয়ে উঠেছেন তাঁর ভক্তরাও । গত বছর 14 জুন মুম্বইয়ের ফ্ল্য়াটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেই ঘটনায় সুশান্তের বাবা ও দিদি, অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন । সেই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.