ঝাঁসি , 28 অক্টোবর : "আমি সক্রিয় রাজনীতির মধ্যে নেই। BJP-র সাধারণ কর্মী হিসাবে কাজ করি ।" রাজনীতিতে সক্রিয়তা নিয়ে এইভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি । কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক কাজ ও কর্মসূচি প্রচার করা নিয়ে প্রহ্লাদ মোদির রাজনীতিতে সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছিল । এমনকী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে খবর ছড়িয়েছে রাজনৈতিক মহলে । এবার সেইসব প্রশ্নের উত্তর দিয়ে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন তিনি ।
একটি সাংবাদিক বৈঠকে প্রহ্লাদ মোদি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দূরত্বের বিষয়টি স্পষ্ট করেন । এবং জানিয়ে দেন , তিনি স্বতন্ত্রভাবে কাজ করেন । বলেন , " আমি নরেন্দ্র মোদির অনুগামী নই । আমরা স্বতন্ত্রভাবে কাজ করি এবং আমাদের অনুপ্রেরণা BJP । আমাদেরটা স্বাধীন আন্দোলন । সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে , তবে তার মধ্যে কিছু ইশু রয়েছে । " তিনি এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান ।
প্রহ্লাদ মোদি আরও স্পষ্ট করে জানিয়ে দেন , তিনি যা করছেন , প্রধানমন্ত্রী তা করতে বলেননি । তিনি বলেন, "তিনি যদি আমাকে আমার কাজটি করতে বলতেন, তবে আমাকে একটি ভালো গাড়ি দিতেন ।" তিনি অন্যের গাড়ি করেই নিজের কাজে বের হন ।