ETV Bharat / bharat

পর্ন সাইটে স্ত্রীর ভিডিয়ো, বিবাহ বিচ্ছেদের দাবি যুবকের - কলকাতা

স্বামীর সঙ্গে পর্ন ভিডিয়ো দেখতে গিয়ে বিপত্তি ৷ পর্ন সাইটে দেখতে পেলেন নিজেরই ভিডিয়ো ৷ অন্যের সঙ্গে স্ত্রীর ভিডিয়ো দেখে বিবাহ বিচ্ছেদের দাবি করলেন যুবক ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 7, 2020, 10:47 AM IST

বেঙ্গালুরু, 7 ফেব্রুয়ারি : ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ ৷ শুরু কথাবার্তা ৷ তারপর ভালোবাসার ৷ সিদ্ধান্ত নেন বিয়ে করবেন ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ তারপরই 2018-তে বিয়েটা সেরে ফেলেন রিমা (নাম পরিবর্তিত) ও রাহুল (নাম পরিবর্তিত) ৷ উত্তর প্রদেশের বাসিন্দা 33 বছর বয়সি রাহুল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র ৷ আর 32 বছর বয়সি রিমা কলকাতার বাসিন্দা ৷ তিনি পেশায় চিকিৎসক ৷ বিয়ের পর থেকে থাকা শুরু বেঙ্গালুরুতে ৷

আলাপের পরই নিজের অতীতের সব কথাই রাহুলকে জানিয়েছিলেন ৷ একজনের সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও পরে তাঁরা আলাদা হয়ে যান বলেছিলেন রিমা ৷ তবে, রাহুলের এই অদ্ভুত শখের কথা অজানা ছিল তাঁর ৷ বিয়ের পর জানতে পারেন, রাহুলের শখ পর্ন ভিডিয়ো দেখা ৷ শুধু সেগুলি দেখাই নয়, ওই ভিডিয়ো দেখে রিমাকে সেগুলি অভিনয় করতেও বাধ্য করত রাহুল ৷

কিছুদিন পর রিমার ফোনে একটি পর্ন ভিডিয়ো খুঁজে পান রাহুল ৷ সেখানে দেখেন, একটা লোকের সঙ্গে রিমার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিয়ো রয়েছে ৷ প্রশ্ন করে জানতে পারেন, ওই লোকটির সঙ্গে রিমার সম্পর্ক ছিল ৷ যে এসব পুরোনো ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করত ৷ ভবিষ্যতে যদি কোনও কাজে লাগে, তাই ভিডিয়োগুলো রেখে দেওয়া ৷ উত্তরে খুশি না হলেও বিষয়টি মেনে নিয়েছিলেন রাহুল ৷ তারপর থেকে সবই আসতে আসতে স্বাভাবিক হতে শুরু করেছিল রিমা-রাহুলের সংসারে ৷

জানুয়ারির শেষে ফের ধাক্কা খান রাহুল ৷ একটি অনলাইন পর্নোগ্রাফি সাইটে অন্য একটি লোকের সঙ্গে রিমার একটি ভিডিয়ো দেখতে পান তিনি ৷ আবারও একই প্রশ্ন ৷ উত্তরে রিমা স্বীকার করেন, বিয়ের আগে অনেক সম্পর্কে জড়িত ছিলেন তিনি ৷ তবে, ভিডিয়ো কীভাবে অনলাইন সাইটে গেল তা তিনি জানেন না ৷

আর ঠিক থাকতে পারেননি রাহুল ৷ রিমাকে ছেড়ে চলে যান ৷ আলাদা থাকা শুরু করেন ৷ পরে রিমা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির পরামর্শে তাঁকে ছেড়ে চলে গেছেন রাহুল ৷ তাঁর দায়িত্বও নেন না ৷ বর্তমানে নিজেদের সম্পর্ক ঠিক রাখতে কাউন্সিলিং করাচ্ছেন রিমা ৷ সেখানে দু'জন সামনাসামনি হলে, রাহুল জানান, রিমা পর্ন ভিডিয়োর প্রতি নেশাগ্রস্ত এবং তাঁকেও দেখতে বাধ্য করত ৷ রিমা নিজের অতীত সম্পর্কে লুকিয়েছিল ৷ তাই আলাদা থাকার সিদ্ধান্ত বলেও জানান রাহুল ৷

কাউন্সিলর সরস্বতী জানান, রাহুল বিবাহ বিচ্ছেদ চাইছে ৷ কিন্তু, রিমা চাইছে অতীতের সব ভুলে সম্পর্কটাকে বাঁচাতে ৷

বেঙ্গালুরু, 7 ফেব্রুয়ারি : ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ ৷ শুরু কথাবার্তা ৷ তারপর ভালোবাসার ৷ সিদ্ধান্ত নেন বিয়ে করবেন ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ তারপরই 2018-তে বিয়েটা সেরে ফেলেন রিমা (নাম পরিবর্তিত) ও রাহুল (নাম পরিবর্তিত) ৷ উত্তর প্রদেশের বাসিন্দা 33 বছর বয়সি রাহুল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র ৷ আর 32 বছর বয়সি রিমা কলকাতার বাসিন্দা ৷ তিনি পেশায় চিকিৎসক ৷ বিয়ের পর থেকে থাকা শুরু বেঙ্গালুরুতে ৷

আলাপের পরই নিজের অতীতের সব কথাই রাহুলকে জানিয়েছিলেন ৷ একজনের সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও পরে তাঁরা আলাদা হয়ে যান বলেছিলেন রিমা ৷ তবে, রাহুলের এই অদ্ভুত শখের কথা অজানা ছিল তাঁর ৷ বিয়ের পর জানতে পারেন, রাহুলের শখ পর্ন ভিডিয়ো দেখা ৷ শুধু সেগুলি দেখাই নয়, ওই ভিডিয়ো দেখে রিমাকে সেগুলি অভিনয় করতেও বাধ্য করত রাহুল ৷

কিছুদিন পর রিমার ফোনে একটি পর্ন ভিডিয়ো খুঁজে পান রাহুল ৷ সেখানে দেখেন, একটা লোকের সঙ্গে রিমার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিয়ো রয়েছে ৷ প্রশ্ন করে জানতে পারেন, ওই লোকটির সঙ্গে রিমার সম্পর্ক ছিল ৷ যে এসব পুরোনো ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করত ৷ ভবিষ্যতে যদি কোনও কাজে লাগে, তাই ভিডিয়োগুলো রেখে দেওয়া ৷ উত্তরে খুশি না হলেও বিষয়টি মেনে নিয়েছিলেন রাহুল ৷ তারপর থেকে সবই আসতে আসতে স্বাভাবিক হতে শুরু করেছিল রিমা-রাহুলের সংসারে ৷

জানুয়ারির শেষে ফের ধাক্কা খান রাহুল ৷ একটি অনলাইন পর্নোগ্রাফি সাইটে অন্য একটি লোকের সঙ্গে রিমার একটি ভিডিয়ো দেখতে পান তিনি ৷ আবারও একই প্রশ্ন ৷ উত্তরে রিমা স্বীকার করেন, বিয়ের আগে অনেক সম্পর্কে জড়িত ছিলেন তিনি ৷ তবে, ভিডিয়ো কীভাবে অনলাইন সাইটে গেল তা তিনি জানেন না ৷

আর ঠিক থাকতে পারেননি রাহুল ৷ রিমাকে ছেড়ে চলে যান ৷ আলাদা থাকা শুরু করেন ৷ পরে রিমা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির পরামর্শে তাঁকে ছেড়ে চলে গেছেন রাহুল ৷ তাঁর দায়িত্বও নেন না ৷ বর্তমানে নিজেদের সম্পর্ক ঠিক রাখতে কাউন্সিলিং করাচ্ছেন রিমা ৷ সেখানে দু'জন সামনাসামনি হলে, রাহুল জানান, রিমা পর্ন ভিডিয়োর প্রতি নেশাগ্রস্ত এবং তাঁকেও দেখতে বাধ্য করত ৷ রিমা নিজের অতীত সম্পর্কে লুকিয়েছিল ৷ তাই আলাদা থাকার সিদ্ধান্ত বলেও জানান রাহুল ৷

কাউন্সিলর সরস্বতী জানান, রাহুল বিবাহ বিচ্ছেদ চাইছে ৷ কিন্তু, রিমা চাইছে অতীতের সব ভুলে সম্পর্কটাকে বাঁচাতে ৷

Mumbai, Feb 07 (ANI): Bollywood celebrities arrived for the special screening of 'Malang'. The film's star cast was among the firsts to arrive. Aditya Roy Kapur, Disha Patani, Anil Kapoor and Kunal Kemmu posed for the shutterbugs. Bollywood queens Sonam Kapoor Ahuja and Katrina Kaif looked fab at the event. Chunky Panday and Tiger Shroff arrived in style at the event. Actor Sonnalli Seygall, Nusrat Bharucha and Nora Fatehi glammed up the event. Huma Qureshi attended the screening with brother Saqib Saleem.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.