ETV Bharat / bharat

71তম সাধারণতন্ত্র দিবস : কুচকাওয়াজে নজর কাড়ল ভীষ্ম-রাফাল

author img

By

Published : Jan 26, 2020, 8:51 AM IST

Updated : Jan 26, 2020, 2:08 PM IST

এবারের সাধারণতন্ত্র দিবসে থাকছে 22টি ট্যাবলো ৷ এবারের বিশেষ আকর্ষণ থাকছেন বাইকে সওয়ার CRPF-এর মহিলা জওয়ানদের ৷ চলন্ত বাইকের বেশ কিছু স্টান্ট দেখালেন তাঁরা ৷

Republic Day 2020
সাধারণতন্ত্র দিবস 2020

দিল্লি, 26 জানুয়ারি : আজ 71তম সাধারণতন্ত্র দিবস ৷ প্রতি বছরের মতোই দিল্লিতে চলছে বিশেষ অনুষ্ঠান ৷ চলতি বছরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ৷ আজ রাজধানীতে 90 মিনিটের এই অনুষ্ঠানে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র ও আর্থ-সামাজিক উন্নতিকে তুলে ধরা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন ৷ এই প্রথমবার অমর জওয়ান জ্যোতির বদলে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ সেখানে জাতীয় সংগীত ও গান স্যালুটের মধ্যে দিয়ে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় ৷ আজকের সাধারণতন্ত্র দিবসের জন্য কড়া নিরাপত্তা জারি রয়েছে রাজধানীতে ৷ ভূমি থেকে আকাশ, সর্বত্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও আধা সেনা জওয়ান ৷

  • 71তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতির ছোঁয়া নিয়ে বিভিন্ন রাজ্যের ট্যাবলো ৷
  • সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বর্ষীয়ান BJP নেতা এল কে আদবানি ৷
  • কুচকাওয়াজে নজরদারির বোয়িং বিমানের ট্যাবলো নিয়ে ভারতীয় নৌসেনা ৷
  • ক্যাপ্টেন তানিয়া শেরগিলেরর অধিনায়কত্বে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্পস অফ সিগনাল ৷
  • কে-9 বজ্র নিয়ে 269 নম্বর মিডিয়াম রেজিমেন্টের শক্তি প্রদর্শন ৷
  • সামরিক ট্যাঙ্ক টি-90 ভীষ্ম নিয়ে কুচকাওয়াজে অংশ নিয়েছে ভারতীয় সেনার 86 নম্বর রেজিমেন্ট ৷
  • শুরু হয়েছে 71 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ৷ কুচকাওয়াজের অধিনায়কত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অসিত মিস্ত্রি ৷
  • রাজপথে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরন কউর, ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে ও লোকসভার স্পিকার ওম বিড়লা ৷
  • লেফটেন্যান্ট কর্ণেল সি সন্দীপের নেতৃত্বে 2233 ফিল্ড ব্যাটারি গান স্যালুট জানায় ৷
  • 71 তম সাধারণতন্ত্র দিবসে রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি ৷
    Republic Day 2020
    জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো রাজপথে এসে উপস্থিত হলেন ৷
    Republic Day 2020
    সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো
  • রাজপথে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একটু পরেই শুরু হবে কুচকাওয়াজ ৷
    Republic Day 2020
    রাজপথে এসে পৌছালেন প্রধানমন্ত্রী
  • ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ উপস্থিত ছিলেন CDS বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধান ৷
    Republic Day 2020
    শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, CDS বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আর কে এস ভাদুরিয়া ৷
    Republic Day 2020
    ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মোট 22টি ট্যাবলো অংশগ্রহণ করছে ৷ এর মধ্যে 16টি থাকছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে ৷ বাকি ট্যাবলোগুলি থাকছে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর থেকে ৷ তবে এবারের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও কেরালার কোনও ট্যাবলো থাকছে না ৷

Republic Day 2020
সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি

প্রতিবারের মতো এবছরও কুচকাওয়াজের মূখ্য ভূমিকায় থাকবেন সশস্ত্র সামরিক বাহিনী ৷ আকর্ষণের কেন্দ্র সামরিক ট্যাঙ্ক ভীষ্ম, অত্যাধুনিক রাফাল বিমান, চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টার ৷ সেনাবাহিনীর তরফে 61 নম্বর অশ্বারোহী বাহিনীর জওয়ানরা অংশ নেবেন ৷ পাশাপাশি কুমায়ুন রেজিমেন্ট ও শিখ রেজিমেন্টের জওয়ানরাও কুচকাওয়াজে অংশ নেবে ৷

Republic Day 2020
কুচকাওয়াজের অশ্বারোহী বাহিনী

লেফটেন্যান্ট শ্রীকান্ত শর্মার নেতৃত্বে বায়ুসেনার 144 জন জওয়ান আজকের কুচকাওয়াজে অংশ নেবেন ৷ বায়ুসেনার ট্যাবলোয় রাফাল ছাড়াও থাকছে, তেজাস ও অন্যান্য সামরিক হেলিকপ্টার ৷ থাকবে আকাশ ও অস্ত্র ক্ষেপণাস্ত্রও ৷ বায়ুসেনার MIG-29 বিমানের উন্নত সংস্করণও থাকবে এবারের বায়ুসেনার ট্যাবলোয় ৷

71 তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবে DRDO-র বিশেষ ট্যাবলোও ৷ স্যাটেলাইট বিনাশকারী অস্ত্র মিশন শক্তি DRDO-র ট্যাবলোর অন্যতম আকর্ষণ ৷

Republic Day 2020
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে জনজোয়ার

নৌ-সেনার তরফে 144 জন জওয়ানের কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট যতীন মালকাট ৷ থাকবে নৌ-সেনার বিশেষ ট্যাবলোও ৷

CRPF-এর বাইক আরোহী মহিলা জওয়ানদের নেতৃত্বে থাকবেন ইনস্পেক্টর সীমা নাগ ৷ চলন্ত বাইকের বেশ কিছু স্টান্ট দেখাবেন বাইকে সওয়ার CRPF মহিলা জওয়ানরা ৷ স্টার্ট আপ ইন্ডিয়া ও জল জীবন মিশনের মতো সরকারি প্রকল্পগুলিরও বিশেষ ট্যাবলো থাকবে আজকের 71তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ৷

দিল্লি, 26 জানুয়ারি : আজ 71তম সাধারণতন্ত্র দিবস ৷ প্রতি বছরের মতোই দিল্লিতে চলছে বিশেষ অনুষ্ঠান ৷ চলতি বছরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ৷ আজ রাজধানীতে 90 মিনিটের এই অনুষ্ঠানে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র ও আর্থ-সামাজিক উন্নতিকে তুলে ধরা হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন ৷ এই প্রথমবার অমর জওয়ান জ্যোতির বদলে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ সেখানে জাতীয় সংগীত ও গান স্যালুটের মধ্যে দিয়ে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় ৷ আজকের সাধারণতন্ত্র দিবসের জন্য কড়া নিরাপত্তা জারি রয়েছে রাজধানীতে ৷ ভূমি থেকে আকাশ, সর্বত্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে ৷ মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ ও আধা সেনা জওয়ান ৷

  • 71তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতির ছোঁয়া নিয়ে বিভিন্ন রাজ্যের ট্যাবলো ৷
  • সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বর্ষীয়ান BJP নেতা এল কে আদবানি ৷
  • কুচকাওয়াজে নজরদারির বোয়িং বিমানের ট্যাবলো নিয়ে ভারতীয় নৌসেনা ৷
  • ক্যাপ্টেন তানিয়া শেরগিলেরর অধিনায়কত্বে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্পস অফ সিগনাল ৷
  • কে-9 বজ্র নিয়ে 269 নম্বর মিডিয়াম রেজিমেন্টের শক্তি প্রদর্শন ৷
  • সামরিক ট্যাঙ্ক টি-90 ভীষ্ম নিয়ে কুচকাওয়াজে অংশ নিয়েছে ভারতীয় সেনার 86 নম্বর রেজিমেন্ট ৷
  • শুরু হয়েছে 71 তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ৷ কুচকাওয়াজের অধিনায়কত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অসিত মিস্ত্রি ৷
  • রাজপথে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরন কউর, ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে ও লোকসভার স্পিকার ওম বিড়লা ৷
  • লেফটেন্যান্ট কর্ণেল সি সন্দীপের নেতৃত্বে 2233 ফিল্ড ব্যাটারি গান স্যালুট জানায় ৷
  • 71 তম সাধারণতন্ত্র দিবসে রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি ৷
    Republic Day 2020
    জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো রাজপথে এসে উপস্থিত হলেন ৷
    Republic Day 2020
    সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও ব্রাজ়িলের প্রেসিডেন্ট জইর বলসোনারো
  • রাজপথে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একটু পরেই শুরু হবে কুচকাওয়াজ ৷
    Republic Day 2020
    রাজপথে এসে পৌছালেন প্রধানমন্ত্রী
  • ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ৷ উপস্থিত ছিলেন CDS বিপিন রাওয়াত ও তিন বাহিনীর প্রধান ৷
    Republic Day 2020
    শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ইন্ডিয়া গেটে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, CDS বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং ও বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আর কে এস ভাদুরিয়া ৷
    Republic Day 2020
    ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মোট 22টি ট্যাবলো অংশগ্রহণ করছে ৷ এর মধ্যে 16টি থাকছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে ৷ বাকি ট্যাবলোগুলি থাকছে বিভিন্ন মন্ত্রক ও দপ্তর থেকে ৷ তবে এবারের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও কেরালার কোনও ট্যাবলো থাকছে না ৷

Republic Day 2020
সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি

প্রতিবারের মতো এবছরও কুচকাওয়াজের মূখ্য ভূমিকায় থাকবেন সশস্ত্র সামরিক বাহিনী ৷ আকর্ষণের কেন্দ্র সামরিক ট্যাঙ্ক ভীষ্ম, অত্যাধুনিক রাফাল বিমান, চিনুক ও অ্যাপাচে হেলিকপ্টার ৷ সেনাবাহিনীর তরফে 61 নম্বর অশ্বারোহী বাহিনীর জওয়ানরা অংশ নেবেন ৷ পাশাপাশি কুমায়ুন রেজিমেন্ট ও শিখ রেজিমেন্টের জওয়ানরাও কুচকাওয়াজে অংশ নেবে ৷

Republic Day 2020
কুচকাওয়াজের অশ্বারোহী বাহিনী

লেফটেন্যান্ট শ্রীকান্ত শর্মার নেতৃত্বে বায়ুসেনার 144 জন জওয়ান আজকের কুচকাওয়াজে অংশ নেবেন ৷ বায়ুসেনার ট্যাবলোয় রাফাল ছাড়াও থাকছে, তেজাস ও অন্যান্য সামরিক হেলিকপ্টার ৷ থাকবে আকাশ ও অস্ত্র ক্ষেপণাস্ত্রও ৷ বায়ুসেনার MIG-29 বিমানের উন্নত সংস্করণও থাকবে এবারের বায়ুসেনার ট্যাবলোয় ৷

71 তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকবে DRDO-র বিশেষ ট্যাবলোও ৷ স্যাটেলাইট বিনাশকারী অস্ত্র মিশন শক্তি DRDO-র ট্যাবলোর অন্যতম আকর্ষণ ৷

Republic Day 2020
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে জনজোয়ার

নৌ-সেনার তরফে 144 জন জওয়ানের কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট যতীন মালকাট ৷ থাকবে নৌ-সেনার বিশেষ ট্যাবলোও ৷

CRPF-এর বাইক আরোহী মহিলা জওয়ানদের নেতৃত্বে থাকবেন ইনস্পেক্টর সীমা নাগ ৷ চলন্ত বাইকের বেশ কিছু স্টান্ট দেখাবেন বাইকে সওয়ার CRPF মহিলা জওয়ানরা ৷ স্টার্ট আপ ইন্ডিয়া ও জল জীবন মিশনের মতো সরকারি প্রকল্পগুলিরও বিশেষ ট্যাবলো থাকবে আজকের 71তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ৷

New Delhi, Jan 26 (ANI): According to USA Today, the ketogenic diet involves consuming a low carbohydrate, high fat and high protein diet. Out of the total daily caloric intake, nearly 70 to 80 per cent comes from fat, 20 per cent from protein and the remaining 5 per cent or so are derived from carbohydrates. The carbohydrate deprivation pushes the body into ketosis, which is a state where fat becomes its primary fuel source. Despite its ability to cause rapid weight loss, this dieting approach doesn't find many supporters among medical professionals. The Keto diet is usually not recommended by doctors for the reason that it excludes a wide array of essential food groups that are imperative for optimal health, such as grains, fruits, and some vegetables. Medical professionals caution people to be aware of the difference between weight loss and overall health.
Last Updated : Jan 26, 2020, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.