হুবালি, 19 মার্চ : মাত্র চার বছর বয়স, এর মধ্যেই অসাধারণ স্মরণ ক্ষমতা ৷ তাই তাঁর প্রতিভা কুর্ণিশ জানিয়ে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করল দা ইউনিভারসাল তামিল ইউনিভারসিটি অফ তামিলনাড়ু ।
হুবালি জেলার তাবিব এলাকায় বাস চার বছরের সিদ্ধার্থ গৌড় পাতিলের । তার বাবার নাম গিরিশ গৌড় পাতিল ও মায়ের নাম শিভালীলা পাতিল । এলাকায় চলমান কম্পিউটার হিসাবে পরিচিত সিদ্ধার্থ অনায়াসেই উত্তর দিতে পারেন রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কিত যে কোনও ইশু । তার মধ্যে কিছু অসাধারণ ক্ষমতা আছে যেটা সচরাচর তার বয়সের শিশুদের নেই ।
বিভিন্ন ক্ষেত্রের ৫০০-র বেশি পুরানো ফটোগ্রাফ অনায়াসেই চিনতে পারে ও তাদের সম্পর্কে বলতে পারে । বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, বিজ্ঞানী, রাষ্ট্রপতি, স্বধীনতা সংগ্রামী, লেখক, ও বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানী-গুনি ব্যক্তিবর্গ তার নখদর্পনে । সেকেন্ডের মধ্যেই অনেক কিছু বিষয় নিয়ে কথা বলতে পারে সে । এছাড়া গানও গাইতে পারে সিদ্ধার্থ ।
রাষ্ট্র বিদ্যানিকেতন স্কুলের নার্সারির ছাত্র সিদ্ধার্থ প্রতিদিন ৬টার সময় ঘুম থেকে উঠে স্নান সেরে পুজায় বসে । তার পর স্কুলে যায় সে । এই রকম অসাধারণ প্রতিভার অধিকারী সিদ্ধার্থকে তাই সাম্মানিক ডক্টরেট প্রদান করার সিদ্ধান্ত নেয় দা ইউনিভার্সাল তামিল ইউনিভারসিটি ।