নাগপুর, 25 অক্টোবর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতকে হিন্দুরাষ্ট্র মনে করে । হিন্দুত্ব এই দেশের নিজস্বতা । তবে সংঘের হিন্দুত্ব নিয়ে যে ভাবনা, সেই ভাবনা বিকৃত করে প্রচার করছে কয়েকটি দল । দশেরার বক্তৃতায় বললেন RSS প্রধান মোহন ভগবত ।
যখন RSS ভারতকে হিন্দুরাষ্ট্র বলে, তখন সেখানে কোনও রাজনৈতিক সংকল্প বা ক্ষমতাকেন্দ্রিক ভাবনা থাকে না । এই দেশের নিজস্বতা হিন্দুত্ব বলে উল্লেখ করেন মোহন ভগবত । আজ নাগপুরে RSS প্রধান কার্যালয়ে দশেরা উৎসবে বক্তব্য পেশ করেন তিনি । বলেন, "আমরা এই দেশের নিজস্বতাকে হিন্দু বলে মনে স্বীকার করি । "
এই দেশের 130 কোটি মানুষের উপর এই 'হিন্দুত্ব' শব্দটি প্রযোজ্য বলে উল্লেখ করেন ভগবত । বলেন, "হিন্দুত্ব হল সেই শব্দটি, যা আমাদের পরিচয় অভিব্যক্ত করে । এই শব্দের আধ্যাত্মিকতা এর সংস্কৃতির উপর নির্ভর করে প্রতিষ্ঠিত । 'হিন্দু' কোনও সম্প্রদায় নয় । প্রাদেশিক ধারণা নয় । কোনও একক বর্ণের বা নির্দিষ্ট ভাষার বক্তাদের বিশেষত্ব নয় । এটি স্বতন্ত্র পরিচয়কে সম্মান করে ।"
হিন্দু শব্দটি সবাইকে ঐক্যবদ্ধ করে । এবং এই শব্দটি স্থানীয় । দেশের একাত্মবোধকেও গুরুত্ব দেয় । এই সব ধারণাকেই মনে রাখে সংঘ । কিন্তু এই সময়ে কয়েকটি দল এখন ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মোহন ভগবত । বলেন, "তারা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করার চেষ্টা করছে । সমাজের বিভিন্ন অংশে বিদ্বেষ ও আগ্রাসন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে । ভুল বোঝাচ্ছে যে, তারা হিন্দু হিসেবে পরিচয় দিলে বৈচিত্র্যে আঘাত লাগবে ।"