ETV Bharat / bharat

অসমে বন্যা দুর্গতদের সাহায্যে বেতনের অর্ধেকটাই দিলেন সোনার মেয়ে হিমা - flood

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরিরত হিমা দাস তাঁর বেতনের অর্ধেকটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ।

অসমে বন্যা দুর্গতদের সাহায্যে বেতনের অর্ধেকটাই দিলেন সোনার মেয়ে হিমা
author img

By

Published : Jul 18, 2019, 6:24 AM IST

Updated : Jul 18, 2019, 6:36 AM IST

গুয়াহাটি, 18 জুলাই : ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত অসম । সে রাজ্যেরই বাসিন্দা ভারতের স্টার অ্যাথলিট হিমা দাস এখন ইউরোপে সোনার দৌড় লাগাতে ব্যস্ত । তবে বিপর্যস্ত অসমকে ভোলেননি হিমা । তাই ভারতের হয়ে দৌড়ানোর পাশাপাশি দাঁড়িয়েছেন অসমের পাশে । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরিরত হিমা তাঁর বেতনের অর্ধেকটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ।

নিজের বেতনের অর্ধেক দান করার পাশাপাশি টুইট করে বড় কর্পোরেট সংস্থাগুলিকে অসমের পাশে দাঁড়ানোর আবেদন জানান । হিমা টুইটারে লেখেন, 'অসম ভয়ঙ্কর বন্যার কবলে । রাজ্যের 33টি জেলার মধ্যে 30টি জেলাই আক্রান্ত । আমি সবাইকে সাহায্য করার আবেদন করছি । দয়া করে এই অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ান ।" অসমের বন্যায় এখনও পর্যন্ত 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । ইতিমধ্যে কেন্দ্রের তরফে বরাদ্দ হয়েছে 251.55 কোটি টাকা ।

এদিকে গতকালই ট্র্যাকে নেমে আরও একটি সোনা জেতেন ঢিং এক্সপ্রেস । গত 15 দিনে এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে চারটি সোনার পদক জিতলেন 19 বছর বয়সি হিমা । 23.25 সেকেন্ডে দৌড় শেষ করে চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের 200 মিটারে চ্যাম্পিয়ন হন তিনি ।

গুয়াহাটি, 18 জুলাই : ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত অসম । সে রাজ্যেরই বাসিন্দা ভারতের স্টার অ্যাথলিট হিমা দাস এখন ইউরোপে সোনার দৌড় লাগাতে ব্যস্ত । তবে বিপর্যস্ত অসমকে ভোলেননি হিমা । তাই ভারতের হয়ে দৌড়ানোর পাশাপাশি দাঁড়িয়েছেন অসমের পাশে । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরিরত হিমা তাঁর বেতনের অর্ধেকটাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ।

নিজের বেতনের অর্ধেক দান করার পাশাপাশি টুইট করে বড় কর্পোরেট সংস্থাগুলিকে অসমের পাশে দাঁড়ানোর আবেদন জানান । হিমা টুইটারে লেখেন, 'অসম ভয়ঙ্কর বন্যার কবলে । রাজ্যের 33টি জেলার মধ্যে 30টি জেলাই আক্রান্ত । আমি সবাইকে সাহায্য করার আবেদন করছি । দয়া করে এই অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ান ।" অসমের বন্যায় এখনও পর্যন্ত 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত । ইতিমধ্যে কেন্দ্রের তরফে বরাদ্দ হয়েছে 251.55 কোটি টাকা ।

এদিকে গতকালই ট্র্যাকে নেমে আরও একটি সোনা জেতেন ঢিং এক্সপ্রেস । গত 15 দিনে এই নিয়ে আন্তর্জাতিক মঞ্চে চারটি সোনার পদক জিতলেন 19 বছর বয়সি হিমা । 23.25 সেকেন্ডে দৌড় শেষ করে চেক প্রজাতন্ত্রের তাবর অ্যাথলেটিক্স মিটের 200 মিটারে চ্যাম্পিয়ন হন তিনি ।

Intro:পুরুলিয়া : চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির l মঙ্গলবার এই ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার পুরুলিয়া- কোটশিলা রেললাইনের বেলকুড়ি মোড়ের অদূরে লেভেল ক্রশিং পাশে lBody:এদিন ওই ব্যক্তিকে ট্রেনে কাটা অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা l তারাই খবর দেন পুরুলিয়া জিআরপি থানায় l পড়ে জিআরপি থানার পুলিশ এসে দেহ উদ্ধার পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায় l প্রায় 50 বছর বয়সী ওই মৃত ব্যক্তির দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি l এদিনই তার দেহটি ময়নাতদন্ত করা হয় l

এলাকাবাসীরা জানান, এদিন বেলার দিকে আদ্রা- বরকাখানা ট্রেনে থেকে পড়ে গিয়ে রেলে কাটা পড়েন তিনি l তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি l মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ l
Conclusion:এদিন ওই ব্যক্তিকে ট্রেনে কাটা অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা l তারাই খবর দেন পুরুলিয়া জিআরপি থানায় l পড়ে জিআরপি থানার পুলিশ এসে দেহ উদ্ধার পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায় l প্রায় 50 বছর বয়সী ওই মৃত ব্যক্তির দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি l এদিনই তার দেহটি ময়নাতদন্ত করা হয় l

এলাকাবাসীরা জানান, এদিন বেলার দিকে আদ্রা- বরকাখানা ট্রেনে থেকে পড়ে গিয়ে রেলে কাটা পড়েন তিনি l তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি l মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ l
Last Updated : Jul 18, 2019, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.