ETV Bharat / bharat

নয়া সংসদ ভবন নির্মাণে ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র

বেশ কিছুদিন আগেই নয়া এই সংসদ ভবন তৈরির অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছিল । তবে, ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র ছাড়া কাজ শুরু করা যাবে না বলে জানিয়েছিল আদালত। আজকের পর সেই জটিলতাও কেটে গেল।

Heritage Conservation Committee gives nod for new parliament project
নয়া সংসদ ভবনের পরিকল্পনায় ছাড়পত্র ঐতিহ্য সংরক্ষণ কমিটির
author img

By

Published : Jan 11, 2021, 9:42 PM IST

দিল্লি, 11 জানুয়ারি: নয়া সংসদ ভবন নির্মাণের জন্য কেন্দ্রীয় ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র পেয়ে গেল কেন্দ্রীয় আবাস মন্ত্রক। সোমবার নয়া সংসদ ভবনের পরিকল্পনা নিয়ে আলোচনার পর এই ছাড়পত্র দেয় কমিটি। এমনটাই জানিয়েছেন আবাস মন্ত্রকের সচিব দুর্গা শংকর মিশ্রা। গতকাল সুপ্রিম কোর্ট সরকারের কাছে ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র দাবি করে। যার পরেই নয়া সংসদ ভবন নির্মাণ করা যাবে বলে জানায় শীর্ষ আদালত। সেই নির্দেশের একদিন পরেই ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র পেয়ে গেল সরকার।

তবে, বেশ কিছুদিন আগেই নয়া এই সংসদ ভবন তৈরির অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছিল । তবে, ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র ছাড়া কাজ শুরু করা যাবে না বলে জানিয়েছিল আদালত। আজকের পর সেই জটিলতাও কেটে গেল।

2022 সালে 15 অগাস্ট স্বাধীনতার 75 বছর উদযাপনের বছরে এই নতুন সংসদ ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের।

দিল্লি, 11 জানুয়ারি: নয়া সংসদ ভবন নির্মাণের জন্য কেন্দ্রীয় ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র পেয়ে গেল কেন্দ্রীয় আবাস মন্ত্রক। সোমবার নয়া সংসদ ভবনের পরিকল্পনা নিয়ে আলোচনার পর এই ছাড়পত্র দেয় কমিটি। এমনটাই জানিয়েছেন আবাস মন্ত্রকের সচিব দুর্গা শংকর মিশ্রা। গতকাল সুপ্রিম কোর্ট সরকারের কাছে ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র দাবি করে। যার পরেই নয়া সংসদ ভবন নির্মাণ করা যাবে বলে জানায় শীর্ষ আদালত। সেই নির্দেশের একদিন পরেই ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র পেয়ে গেল সরকার।

তবে, বেশ কিছুদিন আগেই নয়া এই সংসদ ভবন তৈরির অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছিল । তবে, ঐতিহ্য সংরক্ষণ কমিটির ছাড়পত্র ও পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র ছাড়া কাজ শুরু করা যাবে না বলে জানিয়েছিল আদালত। আজকের পর সেই জটিলতাও কেটে গেল।

2022 সালে 15 অগাস্ট স্বাধীনতার 75 বছর উদযাপনের বছরে এই নতুন সংসদ ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.