ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত লব আগরওয়াল - Ministry of Health and Family Welfare

টুইটারে কোরোনায় সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন লব আগরওয়াল নিজেই ৷

লব আগরওয়াল
লব আগরওয়াল
author img

By

Published : Aug 14, 2020, 9:48 PM IST

দিল্লি, 14 অগাস্ট : কোরোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ৷ দেশে কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই সাংবাদিক বৈঠক করে সরকারের পদক্ষেপ ও আপডেট জানাতে দেখা গেছে তাঁকে । বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

আজ টুইটারে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন লব আগরওয়াল নিজেই ৷

  • Dear All,Just to inform that I have tested positive for Covid 19 and initiating home isolation as per guidelines. Requesting all my friends, colleagues for self monitoring. Contact tracing will be done by Health Team. Hoping to see everyone soon.

    — lavagarwal (@lavagarwal) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে লিখেছেন, "আমি কোরোনায় আক্রান্ত হয়েছি ৷ নিয়ম মেনে এখন হোম আইসোলেশনে রয়েছি ৷ আমার সকল বন্ধু ও সহকর্মীদের অনুরোধ করছি, নিজেদের শারীরিক গতিবিধির দিকে নজর রাখার জন্য ৷ হেল্থ টিম কনটাক্ট ট্রেসিংয়ের কাজ করবে ৷ আশা করি সবার সঙ্গে খুব দ্রুত দেখা হবে ৷"

2016-র 29 অগাস্ট থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিবের পদে বহাল রয়েছেন তিনি । স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি লব আগরওয়ালের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকে চিহ্নিত করে কোরোনা পরীক্ষা করা হবে ৷

দিল্লি, 14 অগাস্ট : কোরোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ৷ দেশে কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই সাংবাদিক বৈঠক করে সরকারের পদক্ষেপ ও আপডেট জানাতে দেখা গেছে তাঁকে । বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি ৷

আজ টুইটারে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন লব আগরওয়াল নিজেই ৷

  • Dear All,Just to inform that I have tested positive for Covid 19 and initiating home isolation as per guidelines. Requesting all my friends, colleagues for self monitoring. Contact tracing will be done by Health Team. Hoping to see everyone soon.

    — lavagarwal (@lavagarwal) August 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে লিখেছেন, "আমি কোরোনায় আক্রান্ত হয়েছি ৷ নিয়ম মেনে এখন হোম আইসোলেশনে রয়েছি ৷ আমার সকল বন্ধু ও সহকর্মীদের অনুরোধ করছি, নিজেদের শারীরিক গতিবিধির দিকে নজর রাখার জন্য ৷ হেল্থ টিম কনটাক্ট ট্রেসিংয়ের কাজ করবে ৷ আশা করি সবার সঙ্গে খুব দ্রুত দেখা হবে ৷"

2016-র 29 অগাস্ট থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্মসচিবের পদে বহাল রয়েছেন তিনি । স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি লব আগরওয়ালের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকে চিহ্নিত করে কোরোনা পরীক্ষা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.