ETV Bharat / bharat

4 দিনের নাটক শেষে পতন 14 মাসের সরকারের, আস্থা হারিয়ে পদত্যাগ কুমারস্বামীর

আস্থাভোটে হেরে গেল কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বাধীন জোট সরকার ।

কর্নাটকে আস্থাভোটে হার কুমারস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের
author img

By

Published : Jul 23, 2019, 7:42 PM IST

Updated : Jul 23, 2019, 10:07 PM IST

বেঙ্গালুরু, 23 জুলাই : প্রথম থেকেই ভিত ছিল নড়বড়ে । মাত্র 14 মাসের মধ্যেই পতন হল কর্নাটকের কংগ্রেস-জনতা দল সেকুলারের সেই জোট সরকারের । আজ আস্থাভোটে হেরে রাজ্যপাল বাজুভাই বালার কাছে পদত্যাগপত্র জমা দেন এইচ ডি কুমারস্বামী । আপাতত নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত কুমারস্বামীকে কাজ চালিয়ে যেতে বলেছেন রাজ্যপাল ।

যবনিকা পড়েছে 4 দিনের নাটকে । আজ 105-99 আস্থা ভোটে পরাজিত হয়েছেন কুমারস্বামী । হারালেন মুখ্যমন্ত্রিত্ব । কর্নাটকে ফের সরকার গড়ার পথে গেরুয়া শিবির । মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বি এস ইয়েদুরাপ্পা ।

ঘোড়া কেনাবেচা-দুর্নীতি-অসহযোগিতা সহ একাধিক অভিযোগ তুলে কুমারস্বামীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন জোট সরকারের 15 জন বিধায়ক । পরে সেই দলে যোগ দেন আরও দুই নির্দল বিধায়ক । কর্নাটক ছেড়ে মুম্বইতে এসে থাকতে শুরু করেন বিক্ষুব্ধ বিধায়করা । এর পরেই শুরু হয় আস্থাভোট নিয়ে জল্পনা । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । অবশেষে আজ আস্থা ভোটে পরাজিত হল কুমারস্বামীর জোট সরকার । ম্যাজিক ফিগার 103 হলেও জোট সরকারের দখলে আসে মাত্র 99টি ভোট । স্পিকারের ঘোষণা মতোই আজ সন্ধ্যা 6টার মধ্যে আস্থাভোট হওয়ার কথা ছিল । তবে বিদ্রোহী বিধায়কদের দায়ের করা মামলার শুনানি সুপ্রিম কোর্ট বুধবার পর্যন্ত পিছিয়ে দিলে, তা নিয়ে সংশয় তৈরি হয় । তবে শেষ পর্যন্ত আস্থাভোটে রাজি হন কুমারস্বামী ।

আস্থাভোট না হলে বিধানসভা মুলতুবি হবে না, গতকালই জানিয়ে দিয়েছিলেন স্পিকার কে আর রমেশ । শেষবারের মতো আস্থাভোট আটকানোর জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন কুমারস্বামী । যা পত্রপাঠ খারিজ করেন স্পিকার । এর পর অধিবেশন শুরু হলে ওয়েলে নেমে JD(S)-কংগ্রেস বিধায়করা হট্টগোল করলে 10 মিনিটের জন্য মুলতুবি করা হয় অধিবেশন । তবে অধিবেশন মুলতুবি করা হলেও বিধায়করা বিধানসৌধের মধ্যেই বসে থাকেন ।

এরমধ্যেই আজ এক নির্দল বিধায়ককে ঘিরে তুমুল হাতাহাতিতে জড়ায় কংগ্রেস ও BJP সমর্থকরা । আগে জোট সরকারকে সমর্থন করলেও সম্প্রতি রাজ্যপালকে চিঠি লিখে BJP-কে সমর্থনের কথা জানিয়েছেন দুই নির্দল বিধায়ক আর শংকর ও এইচ নাগেশ । এর পর আজ ও আগামীকাল বেঙ্গালুরুতে 144 ধারা জারি করে পুলিশ । শহরের সব পানশালাও বন্ধ থাকবে বলে জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার অলোক কুমার ।

গতকালই আস্থাভোট করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যান দুই বিক্ষুব্ধ বিধায়ক ৷ কিন্তু, সেই আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ আগামীকাল সকাল 11টার সময় বিক্ষুব্ধ বিধায়কদের বিধানসৌধে ডেকে পাঠান স্পিকার ৷ তারপর খবর ছড়ায়, আস্থাভোট প্রক্রিয়া আরও পিছানোর চেষ্টা করবে জোট সরকার ৷ আজই আস্থাভোট করার অনুরোধ নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে BJP-র প্রতিনিধিদল ৷ এরপরই বদলাতে থাকে ছবিটা ৷ কুমারস্বামীর অনুরোধ নিয়ে চিন্তাভাবনা করতে অস্বীকার করেন স্পিকার ৷ জোট সরকারের প্রতিনিধিদলকে স্পিকার জানান, কোনও মূল্যে তিনি আস্থাভোট প্রক্রিয়া দেরি করবেন না ৷

বেঙ্গালুরু, 23 জুলাই : প্রথম থেকেই ভিত ছিল নড়বড়ে । মাত্র 14 মাসের মধ্যেই পতন হল কর্নাটকের কংগ্রেস-জনতা দল সেকুলারের সেই জোট সরকারের । আজ আস্থাভোটে হেরে রাজ্যপাল বাজুভাই বালার কাছে পদত্যাগপত্র জমা দেন এইচ ডি কুমারস্বামী । আপাতত নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত কুমারস্বামীকে কাজ চালিয়ে যেতে বলেছেন রাজ্যপাল ।

যবনিকা পড়েছে 4 দিনের নাটকে । আজ 105-99 আস্থা ভোটে পরাজিত হয়েছেন কুমারস্বামী । হারালেন মুখ্যমন্ত্রিত্ব । কর্নাটকে ফের সরকার গড়ার পথে গেরুয়া শিবির । মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বি এস ইয়েদুরাপ্পা ।

ঘোড়া কেনাবেচা-দুর্নীতি-অসহযোগিতা সহ একাধিক অভিযোগ তুলে কুমারস্বামীর বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিলেন জোট সরকারের 15 জন বিধায়ক । পরে সেই দলে যোগ দেন আরও দুই নির্দল বিধায়ক । কর্নাটক ছেড়ে মুম্বইতে এসে থাকতে শুরু করেন বিক্ষুব্ধ বিধায়করা । এর পরেই শুরু হয় আস্থাভোট নিয়ে জল্পনা । বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত । অবশেষে আজ আস্থা ভোটে পরাজিত হল কুমারস্বামীর জোট সরকার । ম্যাজিক ফিগার 103 হলেও জোট সরকারের দখলে আসে মাত্র 99টি ভোট । স্পিকারের ঘোষণা মতোই আজ সন্ধ্যা 6টার মধ্যে আস্থাভোট হওয়ার কথা ছিল । তবে বিদ্রোহী বিধায়কদের দায়ের করা মামলার শুনানি সুপ্রিম কোর্ট বুধবার পর্যন্ত পিছিয়ে দিলে, তা নিয়ে সংশয় তৈরি হয় । তবে শেষ পর্যন্ত আস্থাভোটে রাজি হন কুমারস্বামী ।

আস্থাভোট না হলে বিধানসভা মুলতুবি হবে না, গতকালই জানিয়ে দিয়েছিলেন স্পিকার কে আর রমেশ । শেষবারের মতো আস্থাভোট আটকানোর জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন কুমারস্বামী । যা পত্রপাঠ খারিজ করেন স্পিকার । এর পর অধিবেশন শুরু হলে ওয়েলে নেমে JD(S)-কংগ্রেস বিধায়করা হট্টগোল করলে 10 মিনিটের জন্য মুলতুবি করা হয় অধিবেশন । তবে অধিবেশন মুলতুবি করা হলেও বিধায়করা বিধানসৌধের মধ্যেই বসে থাকেন ।

এরমধ্যেই আজ এক নির্দল বিধায়ককে ঘিরে তুমুল হাতাহাতিতে জড়ায় কংগ্রেস ও BJP সমর্থকরা । আগে জোট সরকারকে সমর্থন করলেও সম্প্রতি রাজ্যপালকে চিঠি লিখে BJP-কে সমর্থনের কথা জানিয়েছেন দুই নির্দল বিধায়ক আর শংকর ও এইচ নাগেশ । এর পর আজ ও আগামীকাল বেঙ্গালুরুতে 144 ধারা জারি করে পুলিশ । শহরের সব পানশালাও বন্ধ থাকবে বলে জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার অলোক কুমার ।

গতকালই আস্থাভোট করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যান দুই বিক্ষুব্ধ বিধায়ক ৷ কিন্তু, সেই আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷ আগামীকাল সকাল 11টার সময় বিক্ষুব্ধ বিধায়কদের বিধানসৌধে ডেকে পাঠান স্পিকার ৷ তারপর খবর ছড়ায়, আস্থাভোট প্রক্রিয়া আরও পিছানোর চেষ্টা করবে জোট সরকার ৷ আজই আস্থাভোট করার অনুরোধ নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করে BJP-র প্রতিনিধিদল ৷ এরপরই বদলাতে থাকে ছবিটা ৷ কুমারস্বামীর অনুরোধ নিয়ে চিন্তাভাবনা করতে অস্বীকার করেন স্পিকার ৷ জোট সরকারের প্রতিনিধিদলকে স্পিকার জানান, কোনও মূল্যে তিনি আস্থাভোট প্রক্রিয়া দেরি করবেন না ৷

Gilgit Baltistan, July 23, 2019 : Teachers in Gilgit Baltistan are angry as the promises of regularisation of their posts have not been fulfilled. After years of demands, the government had created 750 posts for regularisation last year. However, the announcement has not been materialized even after seventeen months.
Last Updated : Jul 23, 2019, 10:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.