ETV Bharat / bharat

বিষয়টিকে আত্মসম্মানের লড়াই হিসেবে নেবেন না, মমতাকে নমনীয় হওয়ার বার্তা হর্ষ বর্ধনের - mamata

রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন বলে টুইট হর্ষ বর্ধনের ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন- ফাইল ছবি
author img

By

Published : Jun 14, 2019, 2:04 PM IST

দিল্লি, 14 জুন: NRS-এর ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি । 72 ঘণ্টারও বেশি কর্মবিরতির জেরে বেহাল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা । রাজ্যের স্বাস্থ্য-পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন কেন্দ্রীয়মন্ত্রী হর্ষ বর্ধন । টুইটে তিনি লেখেন,' আজই এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখব । তাঁর সঙ্গে এই ইশু নিয়ে আলোচনা করব ।'

NRS-এ জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা । আজ সকালে টুইট করেন কেন্দ্রীয়মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী । টুইটে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, বিষয়টিকে আত্মসম্মানের লড়াই হিসেবে নেবেন না । তিনি যেভাবে জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তাতেই তারা ক্ষিপ্ত হয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন ।' এরপরই তিনি জানান, এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখব ।

এই সংক্রান্ত আরও খবর : NRS আঁচ AIIMS- ও, প্রতিবাদ দেশজুড়ে

শুধু মুখ্যমন্ত্রী নন, চিকিৎসকদেরও আবেদন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী । জুনিয়র ডাক্তররা যাতে তাদের কাজে ফেরেন সেই আবেদনও রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । দিল্লির AIIMS-র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আজ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন। হর্ষ বর্ধন তাদের আশ্বস্ত করেন পশ্চমবঙ্গের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।

দিল্লি, 14 জুন: NRS-এর ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি । 72 ঘণ্টারও বেশি কর্মবিরতির জেরে বেহাল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা । রাজ্যের স্বাস্থ্য-পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন কেন্দ্রীয়মন্ত্রী হর্ষ বর্ধন । টুইটে তিনি লেখেন,' আজই এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখব । তাঁর সঙ্গে এই ইশু নিয়ে আলোচনা করব ।'

NRS-এ জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা । আজ সকালে টুইট করেন কেন্দ্রীয়মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী । টুইটে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, বিষয়টিকে আত্মসম্মানের লড়াই হিসেবে নেবেন না । তিনি যেভাবে জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, তাতেই তারা ক্ষিপ্ত হয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছেন ।' এরপরই তিনি জানান, এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখব ।

এই সংক্রান্ত আরও খবর : NRS আঁচ AIIMS- ও, প্রতিবাদ দেশজুড়ে

শুধু মুখ্যমন্ত্রী নন, চিকিৎসকদেরও আবেদন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী । জুনিয়র ডাক্তররা যাতে তাদের কাজে ফেরেন সেই আবেদনও রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । দিল্লির AIIMS-র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আজ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন। হর্ষ বর্ধন তাদের আশ্বস্ত করেন পশ্চমবঙ্গের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।

Lucknow (Uttar Pradesh), Apr 30 (ANI): While speaking to media on Minister of Home Affairs (MHA) issuing notice to Congress president Rahul Gandhi over his alleged British citizenship issue, Union Home Minister Rajnath Singh said whenever a Member of Parliament (MP) writes to any ministry, a cognizance is required, and the follow up action is just a "normal process" and one should not see it as "big development". "If any member of parliament asks question or write letter to any ministry in the parliament it is mandatory to respond to it and action required on their query is taken. It is not a big development, it is normal process," Singh told media in Lucknow.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.