ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্য ব্যবহারযোগ্য করে দিশা দেখাচ্ছে পেরনিয়াড - প্লাস্টিক দূষণ

বর্জ্য ব্যবস্থাপনা আইন (ওয়েস্ট ম্যানেজমেন্ট ল) এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় পরিবেশ আদালতের তরফে পেরনিয়াডকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে ৷ প্লাস্টিক দূষণ এবং সংশ্লিষ্ট ক্ষতির মোকাবিলা কীভাবে করা যেতে পারে, সেই পথ দেখাচ্ছে পেরনিয়াড ৷

Haritha Karma Sena: Forty women resolve to turn Perniad plastic-free
পেরনিয়াডের হরিথা কর্মা সেনা
author img

By

Published : Dec 29, 2019, 9:36 PM IST

Updated : Dec 30, 2019, 7:52 AM IST

কোল্লাম (কেরালা), 30 ডিসেম্বর : কেরালার পেরনিয়াড ৷ প্লাস্টিকমুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে একজোট হয়েছেন সেখানকার মহিলারা ৷ গ্রামের 40 জন মহিলা প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য করে তুলে নতুন দিশা দেখাচ্ছেন ৷

বর্জ্য ব্যবস্থাপনা আইন (ওয়েস্ট ম্যানেজমেন্ট ল) এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় পরিবেশ আদালতের তরফে পেরনিয়াডকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে ৷ প্লাস্টিক দূষণ এবং সংশ্লিষ্ট ক্ষতির মোকাবিলা কীভাবে করা যেতে পারে, সেই পথ দেখাচ্ছে পেরনিয়াড ৷

দেখুন ভিডিয়ো...

পেরনিয়াডের যে সংস্থার তরফে এই কাজ করা হচ্ছে তার নাম হরিথা কর্মা সেনা ৷ সংস্থার সদস্যরা প্রতিদিন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করেন ৷ এরপর সেই আবর্জনা থেকে প্লাস্টিক বর্জ্য আলাদা করে পাঠানো হয় প্রক্রিয়াকরণ কেন্দ্রে ৷ সেখানে সেগুলি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয় ৷ তারপর মেশিনের মাধ্যমে সেগুলো পাউডারে রূপান্তরিত করা হয় ৷

এরপর ওই পাউডার বস্তাবন্দী করে পাঠানো হয় ক্লিন কেরালা কম্পানির প্রক্রিয়াকরণ কেন্দ্রে ৷ সেখানে ওই পাউডারকে টারের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরির কাজে লাগানো হয় ৷ এভাবেই প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য করে প্রধানমন্ত্রীর প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে পেরনিয়াডের হরিথা কর্মা সেনা ৷

কোল্লাম (কেরালা), 30 ডিসেম্বর : কেরালার পেরনিয়াড ৷ প্লাস্টিকমুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে একজোট হয়েছেন সেখানকার মহিলারা ৷ গ্রামের 40 জন মহিলা প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য করে তুলে নতুন দিশা দেখাচ্ছেন ৷

বর্জ্য ব্যবস্থাপনা আইন (ওয়েস্ট ম্যানেজমেন্ট ল) এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় পরিবেশ আদালতের তরফে পেরনিয়াডকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে ৷ প্লাস্টিক দূষণ এবং সংশ্লিষ্ট ক্ষতির মোকাবিলা কীভাবে করা যেতে পারে, সেই পথ দেখাচ্ছে পেরনিয়াড ৷

দেখুন ভিডিয়ো...

পেরনিয়াডের যে সংস্থার তরফে এই কাজ করা হচ্ছে তার নাম হরিথা কর্মা সেনা ৷ সংস্থার সদস্যরা প্রতিদিন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করেন ৷ এরপর সেই আবর্জনা থেকে প্লাস্টিক বর্জ্য আলাদা করে পাঠানো হয় প্রক্রিয়াকরণ কেন্দ্রে ৷ সেখানে সেগুলি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয় ৷ তারপর মেশিনের মাধ্যমে সেগুলো পাউডারে রূপান্তরিত করা হয় ৷

এরপর ওই পাউডার বস্তাবন্দী করে পাঠানো হয় ক্লিন কেরালা কম্পানির প্রক্রিয়াকরণ কেন্দ্রে ৷ সেখানে ওই পাউডারকে টারের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরির কাজে লাগানো হয় ৷ এভাবেই প্লাস্টিক বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য করে প্রধানমন্ত্রীর প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে পেরনিয়াডের হরিথা কর্মা সেনা ৷

Intro:Body:

Haritha Karma Sena: Forty women resolve to turn Perniad plastic-free



Kollam(Kerala): Forty women of Perniad village here have embarked on a journey to turn their village into a plastic-free Panchayat. 



The National Green Tribunal has chosen Perinad as an example of proper implementation of waste management laws and environmental protection measures. Perinad has given a lesson to the rest of the country on how to deal with the peril of plastic.



A group called the Haritha Karma Sena collects garbage from every household in the ward which is then taken to a processing unit for washing, cleaning and breaking it down into a powder. 



The processed powder is then sent out from the processing unit to 'Clean Kerala Company' which uses it for tarring roads.

 



=================================================================================



Location: Kollam 

    Kerala





VO: Forty women of Perinad village in Kerala's Kollam district have embarked on a journey to turn their village into a plastic-free Panchayat. 



GFX: Plastic-free Panchayat



VO: The National Green Tribunal has chosen Perinad as an example of proper implementation of waste management laws and environmental protection measures. Perinad has given a lesson to the rest of the country on how to deal with the peril of plastic.



GFX: Plastic-waste management



VO: A group called the Haritha Karma Sena collects garbage from every household in the ward which is then taken to a processing unit for washing, cleaning and breaking it down into a powder. 



GFX: Haritha Karma Sena's initiative



VO: The processed powder is then sent out from the processing unit to 'Clean Kerala Company' which uses it for tarring roads.



GFX: Tarring roads with waste plastic



____________________________________________________________________

Byte 1: Shirley 

    Member; Haritha Karma Sena



When we go to collect plastic waste from different households people clean them for us



Haritha Karma Sena then takes the waste with it and signs a card for the people 



Meanwhile, locals are very coopearative with Sena members

_____________________________________________________________________



VO: Three women namely Vijayalakshmi, Ambili and Shirley head the processing unit at Haritha Karma that functions 24 hours-a-day.



GFX: 24-hour service



VO: While the initiative of Haritha Karma is acclaimed and appreciated by many in Kerala, the neighbouring Panchayat of Perinad seeks its help in tackling its plastic waste. 





GFX: Helping hand

_________________________________________________________________________

Byte: L Anil

    Panchayat President



Haritha Karma Sena accumulates waste plastic every month on a regular basis



They are them given to a processing unit where it is converted into powder



This powder is later used for tarring roads

___________________________________________________________________________



VO: With the rising demand of Haritha Karma and the efficiency of this innovative idea, it is now planning to set up an electronic waste management system in Perinad.



GFX: Electronic waste management in future


Conclusion:
Last Updated : Dec 30, 2019, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.