সুরাত, 23 অগাস্ট : ছাত্ররা ভুল করলে মারধর, এমন কী মারধরের চোটে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ার অনেক ঘটনা আছে ৷ অনেক সময় শিক্ষককে মারধর, স্কুল ঘেরাও কিংবা বাড়ি ভাঙচুরের অপরিণামদর্শী ঘটনাও মানুষজনকে ভাবিয়েছে ৷ তবে গুজরাত বিশ্ববিদ্যালয়ের শাস্তি একটু অন্যরকম । এই শাস্তি সৃজনাত্মক ৷ পড়ুয়ারা ভুল করলেই শাস্তি হিসেবে তাদের গাছ পুঁততে হবে ৷
গুজরাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম পাটেল বলেন, "ছাত্ররা কোনও বিশেষ কারণে দোষী সাব্যস্ত হলে কিংবা কোনও ভুল করলে, শাস্তি হিসেবে তাদের গাছ লাগাতে বলা হয় ৷ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যও জরুরি এটি ৷ "
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4217029_wb_tree.jpg)
পরিবেশবিদরা বলছেন, গুজরাত বিশ্ববিদ্যালয়ের শাস্তি প্রদানের এই অভিনব পন্থা প্রশংসাযোগ্য ৷ ছাত্ররা ভুল করছে, শাস্তি পাচ্ছে তবে এই সবকিছুর মাঝে এক সুন্দর ভবিষ্যত উপহার দিয়ে যাচ্ছে আগামী প্রজন্মকে ৷