গুয়াহাটি, 16 মে : গুয়াহাটিতে সন্ত্রাসবাদী হামলায় প্রধান অভিযুক্ত জাহ্নবী সাইকিয়াকে আজ পুলিশ গ্রেপ্তার করে । জাহ্নবী অসমের একজন খ্যাতনামা অভিনেত্রী । ঘটনায় গ্রেপ্তার হয়েছে আর এক অভিযুক্ত প্রাণময় রাজগুরু । প্রাণময় একজন ULFA সদস্য ।
গতকাল গুয়াহাটিতে সন্ত্রাসবাদী হামলা হয় । বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের জু় রোড । জখম হয় 12 জন । ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । বিস্ফোরণের দায় স্বীকার করে ULFA । বিস্ফোরণে জড়িত সন্দেহে পুলিশ পল্লবী নামে এক মহিলাকে গ্রেপ্তার ও দুই ব্যক্তিকে আটক করে ।
আজ জাহ্নবীকে গ্রেপ্তার করার পর পুলিশ প্রতিবেশীদের থেকে জানতে পারে, প্রতিদিনই অনেক লোকের আনাগোনা ছিল জাহ্নবীর বাড়িতে । সে বিস্ফোরণের 10 দিন আগে ওই বাড়িতে ভাড়া এসেছিল । তার বাড়ি থেকে পুলিশ একটি 9mm পিস্তল ও 25 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে । প্রাণময় ও জাহ্নবীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।