ETV Bharat / bharat

ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের; পর্যাপ্ত নয়, বলছে বিরোধীরা - অমরিন্দর সিং

কৃষি বিল নিয়ে বিরোধীদের বিক্ষোভের মাঝেই ছ'টি রবিশস্যের নূন্যতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্রীয় সরকার । তবে তা যথেষ্ট নয় বলে দাবি বিরোধীদের ।

MSP hike
MSP hike
author img

By

Published : Sep 22, 2020, 11:24 AM IST

দিল্লি , 22 সেপ্টেম্বর : কৃষি বিল নিয়ে বিক্ষোভের মাঝেই ছ’টি রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র ৷ এই মূল্য ছয় শতাংশ বাড়ানো হয়েছে ৷ কিন্তু বিরোধীদের দাবি, কৃষকদের জন্য তা যথেষ্ট নয় ৷ এই সহায়ক মূল্য বৃদ্ধি কৃষকদের মধ্যে হতাশা তৈরি করেছে বলে তাদের দাবি ৷

রবিবার কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা ৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । এর জেরে ডেরেক ও'ব্রায়েন সহ আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করা হয় । এর আগে লোকসভায় কৃষি বিল পাশের আগে অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন ৷ এই পরিস্থিতির মাঝেই গতকাল লোকসভায় ছ’টি রবিশস্যের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷ তিনি বলেন, ’’শীতকালীন ফসল উৎপাদনের আগে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার কমিটি (CCEA) এই রবিশস্যের নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোয় অনুমোদন দিয়েছে ৷’’

তিনি জানিয়েছেন , 2020-2021 ও 2021-2022-এ গমের সহায়ক মূল্য কুইন্টাল পিছু 50 টাকা বাড়িয়ে করা হয়েছে 1 হাজার 975 টাকা । বার্লির ক্ষেত্রে কুইন্টাল পিছু 75 টাকা বাড়ানো হয়েছে ৷ বর্তমান মূল্য 1হাজার 600 টাকা ৷ কুইন্টাল প্রতি 225 টাকা বেড়ে সর্ষের ন্যূনতম সহায়ক মূল্য হয়েছে 4 হাজার 650 টাকা । সবেচেয়ে বেশি সহায়ক মূল্য বেড়েছে মুসুর ডালের । কুইন্টাল পিছু 300 টাকা বাড়ানো হয়েছে ৷ নতুন মূল্য হয়েছে 5100 টাকা । তোমরের এই ঘোষণার পর কয়েকজন কংগ্রেস সদস্য সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান ৷

তবে সহায়ক মূল্য বাড়ানো হলেও তা কৃষকদের জন্য পর্যাপ্ত নয় বলে দাবি করছে বিরোধীরা ৷ গমের ক্ষেত্রে যে কুইন্টাল প্রতি 50 টাকা বাড়ানো হয়েছে তা পর্যাপ্ত নয় এবং তা কৃষকদের ক্ষেত্রে হতাশাজনক ৷ এই দাবি করে টুইট করেন শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল ৷ টুইটারে তিনি লেখেন, ’’ GOI কর্তৃক ঘোষিত গমের সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 50 টাকা বৃদ্ধি একেবারেই অপর্যাপ্ত ৷ কৃষকদের ক্ষেত্রে একেবারেই হতাশাজনক যখন তাঁরা ইতিমধ্যে তাঁদের উৎপাদনের অপ্রতিরোধ্য দামের সঙ্গে লড়াই করছে ৷ ’’

এই সহায়ক মূল্য বৃদ্ধি নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন , ’’তারা (কেন্দ্র) কৃষকদের নিয়ে উপহাস করছে ৷ তারা ধারাবাহিকভাবে একটি লিখিত আশ্বাস চাইছেন ৷ যদি BJP নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভেবে থাকে যে তারা সহায়ক মূল্য বৃদ্ধির মাধ্যমে আন্দোলনকারী কৃষকদের সন্তুষ্ট করবে তাহলে তারা পরিস্থিতি বুঝতে পারেনি ।’’

কৃষক সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা’ গুরনাম সিং বলেন , ’’সরকার আতঙ্কে MSP বৃদ্ধি করেছে ৷ তবে এই হার বৃদ্ধিও খুব কম । কিন্তু তারা কি MSP-তে কোনও গ্যারান্টি দিচ্ছে ? আমাদের পণ্য কি বর্ধিত হারে বিক্রি করা হবে ? নতুন আইন MSP-তে বিক্রয়ের গ্যারান্টি দেয় না । এই ষড়যন্ত্র কখনওই সফল হবে না । MSP-কে গ্যারান্টি দেওয়ার জন্য তারা আইন তৈরি না করা পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না ৷ ’’

দিল্লি , 22 সেপ্টেম্বর : কৃষি বিল নিয়ে বিক্ষোভের মাঝেই ছ’টি রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র ৷ এই মূল্য ছয় শতাংশ বাড়ানো হয়েছে ৷ কিন্তু বিরোধীদের দাবি, কৃষকদের জন্য তা যথেষ্ট নয় ৷ এই সহায়ক মূল্য বৃদ্ধি কৃষকদের মধ্যে হতাশা তৈরি করেছে বলে তাদের দাবি ৷

রবিবার কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা ৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । এর জেরে ডেরেক ও'ব্রায়েন সহ আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করা হয় । এর আগে লোকসভায় কৃষি বিল পাশের আগে অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন ৷ এই পরিস্থিতির মাঝেই গতকাল লোকসভায় ছ’টি রবিশস্যের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷ তিনি বলেন, ’’শীতকালীন ফসল উৎপাদনের আগে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার কমিটি (CCEA) এই রবিশস্যের নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোয় অনুমোদন দিয়েছে ৷’’

তিনি জানিয়েছেন , 2020-2021 ও 2021-2022-এ গমের সহায়ক মূল্য কুইন্টাল পিছু 50 টাকা বাড়িয়ে করা হয়েছে 1 হাজার 975 টাকা । বার্লির ক্ষেত্রে কুইন্টাল পিছু 75 টাকা বাড়ানো হয়েছে ৷ বর্তমান মূল্য 1হাজার 600 টাকা ৷ কুইন্টাল প্রতি 225 টাকা বেড়ে সর্ষের ন্যূনতম সহায়ক মূল্য হয়েছে 4 হাজার 650 টাকা । সবেচেয়ে বেশি সহায়ক মূল্য বেড়েছে মুসুর ডালের । কুইন্টাল পিছু 300 টাকা বাড়ানো হয়েছে ৷ নতুন মূল্য হয়েছে 5100 টাকা । তোমরের এই ঘোষণার পর কয়েকজন কংগ্রেস সদস্য সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান ৷

তবে সহায়ক মূল্য বাড়ানো হলেও তা কৃষকদের জন্য পর্যাপ্ত নয় বলে দাবি করছে বিরোধীরা ৷ গমের ক্ষেত্রে যে কুইন্টাল প্রতি 50 টাকা বাড়ানো হয়েছে তা পর্যাপ্ত নয় এবং তা কৃষকদের ক্ষেত্রে হতাশাজনক ৷ এই দাবি করে টুইট করেন শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল ৷ টুইটারে তিনি লেখেন, ’’ GOI কর্তৃক ঘোষিত গমের সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 50 টাকা বৃদ্ধি একেবারেই অপর্যাপ্ত ৷ কৃষকদের ক্ষেত্রে একেবারেই হতাশাজনক যখন তাঁরা ইতিমধ্যে তাঁদের উৎপাদনের অপ্রতিরোধ্য দামের সঙ্গে লড়াই করছে ৷ ’’

এই সহায়ক মূল্য বৃদ্ধি নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন , ’’তারা (কেন্দ্র) কৃষকদের নিয়ে উপহাস করছে ৷ তারা ধারাবাহিকভাবে একটি লিখিত আশ্বাস চাইছেন ৷ যদি BJP নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভেবে থাকে যে তারা সহায়ক মূল্য বৃদ্ধির মাধ্যমে আন্দোলনকারী কৃষকদের সন্তুষ্ট করবে তাহলে তারা পরিস্থিতি বুঝতে পারেনি ।’’

কৃষক সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা’ গুরনাম সিং বলেন , ’’সরকার আতঙ্কে MSP বৃদ্ধি করেছে ৷ তবে এই হার বৃদ্ধিও খুব কম । কিন্তু তারা কি MSP-তে কোনও গ্যারান্টি দিচ্ছে ? আমাদের পণ্য কি বর্ধিত হারে বিক্রি করা হবে ? নতুন আইন MSP-তে বিক্রয়ের গ্যারান্টি দেয় না । এই ষড়যন্ত্র কখনওই সফল হবে না । MSP-কে গ্যারান্টি দেওয়ার জন্য তারা আইন তৈরি না করা পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.