ETV Bharat / bharat

ভারতীয় সংস্থাকে বিদেশে  ডিরেক্ট লিস্টিং-এ অনুমতি কেন্দ্রের - Nirmala Sitharaman on direct listing by Indian Companies abroad

আজ শেষ দফায় আর্থিক প্যাকেজের ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমন বলেন, ভারতীয় পাবলিক সংস্থাগুলির দ্বারা সরাসরি সুরক্ষার তালিকাকে অনুমোদনযোগ্য অধিক্ষেত্রের অনুমতি দেওয়া হবে ।

নির্মলা
নির্মলা
author img

By

Published : May 17, 2020, 5:47 PM IST

দিল্লি, 17 মে : দেশের সর্বক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দ্বার খুলে দিয়েছে কেন্দ্র এবার দেশের সংস্থাগুলিকে বিদেশে সরাসরি তাদের শেয়ার তালিকাভুক্ত করতে ও বৃহত্তর মূলধনের ক্ষেত্রে প্রবেশাধিকারের জন্য রাস্তা খুলে দিল তারা । এর ফলে যে সমস্ত বেসরকারি সংস্থাগুলি স্টক এক্সচেঞ্জে NCD-র তালিকা তৈরি করে তাদের অনুমতি দেওয়া হচ্ছে । শেয়ার বাজারে লিস্টিং-এর প্রক্রিয়া বা তালিকাভুক্ত করার প্রক্রিয়া সহজতর করা হচ্ছে । প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি লিস্টিংয়ের দিকেই যাওয়ার কথা ঘোষণা করা হল । এর ফলে ভারতীয় সংস্থাগুলি দেশের বাইরে পুঁজি আহরণে সুবিধা পাবে । এর ফলে নতুন কোনও শেয়ার তৈরি করতে হবে না । আগে থেকে যা ছিল বা আউটস্ট্যান্ডিং যেগুলি , সেগুলিকে বিক্রি করা যাবে আন্ডাররাইটার ( বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ) বা মধ্যস্থতাকারী ছাড়াই ।

আজ শেষ দফায় আর্থিক প্যাকেজের ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমন বলেন, দেশে সরকারের অধীনস্থ সংস্থাগুলির অর্থাৎ ইন্ডিয়ান পাবলিক কম্পানির দ্বারা সরাসরি সুরক্ষার তালিকাকে অনুমোদনযোগ্য অধিক্ষেত্রের অনুমতি দেওয়া হবে । কম্পানি আইন ও FEMA রেগুলেশনস পাস হওয়ার পর ভারতীয় সত্তা কর্তৃক সরাসরি বিদেশে তালিকাভুক্তকরণের অনুমতিপ্রাপ্ত প্রয়োজনীয় রেগুলেশনগুলি প্রত্যাশিত । আগে সংসদে এই সংক্রান্ত বিল আনা হয়েছিল । তবে সময়ের অভাবে তা সংশোধন করা যায়নি ।

বর্তমানে বিদেশি স্টক এক্সচেঞ্জগুলিতে ভারতীয় সংস্থার সরাসরি তালিকাভুক্ত করার অনুমতি নেই । তেমনই বিদেশি সংস্থাগুলিও তাদের স্টক এক্সচেঞ্জগুলিতে তাদের ইকুইটি শেয়ার সরাসরি তালিকাভুক্ত করতে অনুমোদিত নয় । ভারতীয় সংস্থাগুলিকে আমানত প্রাপ্তির (ADR ও GDR) মাধ্যমে বিদেশে মূলধন সংগ্রহের অনুমতি দেওয়া হয় । তবে এটি ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় না হওয়ায় কেন্দ্র ও বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কর্পোরেটদের জন্য মূলধন সহজলভ্য করতে ও দেশের বিদেশি বিনিয়োগকারীদের জন্য বৃহত্তর পর্যায় সরবরাহের অন্যান্য উপায় অনুসন্ধান করছে ।

সরাসরি তালিকাভুক্ত ছাড়াও আমানত প্রাপ্তিগুলি তালিকাভুক্ত দেশীয় সংস্থাগুলির শেয়ারের বিপরীতে বিদেশে সুরক্ষিত তালিকাভুক্ত হয় । ইনফোসিস, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়-সহ কমপক্ষে 15টি ভারতীয় সংস্থা ADR ও GDR রুটকে ট্যাপ করেছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাজার বিশেষজ্ঞ বলেন, "এই পদক্ষেপের ফলে লন্ডন, সিঙ্গাপুরের মতো অন্যান্য বাজারেও পুঁজি উত্থাপন ও বিশ্বব্যাপী যাওয়ার জন্য ভারতীয় সংস্থা নিবন্ধন করতে বাধা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে । খাঁটি ভারতীয় সত্তা থাকার ফলে এটি খুব ভালোভাবে কার্যকর হবে ।''

বিগত কয়েক বছর ধরে সরাসরি তালিকাভুক্ত নিয়ে সরকার ও নিয়ন্ত্রকদের মধ্যে বিতর্ক চলছে এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে । সরাসরি তালিকাভুক্ত হওয়ার ফলে যদিও মূলধন বাড়াতে চায় এমন সংস্থাগুলির উপকার হবে বলেই মনে করা হচ্ছে । তবে, এই অনুমতি কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়া থাকবে না । এছাড়া, সরাসরি তালিকাভুক্ত করার অনুমতি দেওয়ার জন্য 2018 সালে SEBI প্যানেলের দেওয়ার পরামর্শকেই অনুসরণ করবে বলে সরকার জানিয়েছে । ভারতীয় সংস্থাগুলির দ্বারা তালিকাভুক্তকরণের জন্য অ্যামেরিকা, ব্রিটেন, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকং-সহ 10টি বিদেশি অধিক্ষেত্রের প্রস্তাব দিয়েছিল । এই অধিক্ষেত্রগুলি ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, দা গ্লোবাল অ্যান্টি -মানি লন্ডারিং গ্রুপ ও ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজ়েশন অফ সিকিউরিটিজ় কমিশনের অংশ ।তবে যে সংস্থাগুলির আর্থিক পরিস্থিতি টলমল নয়, স্থিতাবস্থা রয়ে

ছে, তাদের ক্ষেত্রেই এই পথ সহজতর হবে । কোনওরকম নেতিবাচক প্রভাব পড়বে না ।

দিল্লি, 17 মে : দেশের সর্বক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দ্বার খুলে দিয়েছে কেন্দ্র এবার দেশের সংস্থাগুলিকে বিদেশে সরাসরি তাদের শেয়ার তালিকাভুক্ত করতে ও বৃহত্তর মূলধনের ক্ষেত্রে প্রবেশাধিকারের জন্য রাস্তা খুলে দিল তারা । এর ফলে যে সমস্ত বেসরকারি সংস্থাগুলি স্টক এক্সচেঞ্জে NCD-র তালিকা তৈরি করে তাদের অনুমতি দেওয়া হচ্ছে । শেয়ার বাজারে লিস্টিং-এর প্রক্রিয়া বা তালিকাভুক্ত করার প্রক্রিয়া সহজতর করা হচ্ছে । প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি লিস্টিংয়ের দিকেই যাওয়ার কথা ঘোষণা করা হল । এর ফলে ভারতীয় সংস্থাগুলি দেশের বাইরে পুঁজি আহরণে সুবিধা পাবে । এর ফলে নতুন কোনও শেয়ার তৈরি করতে হবে না । আগে থেকে যা ছিল বা আউটস্ট্যান্ডিং যেগুলি , সেগুলিকে বিক্রি করা যাবে আন্ডাররাইটার ( বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ) বা মধ্যস্থতাকারী ছাড়াই ।

আজ শেষ দফায় আর্থিক প্যাকেজের ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমন বলেন, দেশে সরকারের অধীনস্থ সংস্থাগুলির অর্থাৎ ইন্ডিয়ান পাবলিক কম্পানির দ্বারা সরাসরি সুরক্ষার তালিকাকে অনুমোদনযোগ্য অধিক্ষেত্রের অনুমতি দেওয়া হবে । কম্পানি আইন ও FEMA রেগুলেশনস পাস হওয়ার পর ভারতীয় সত্তা কর্তৃক সরাসরি বিদেশে তালিকাভুক্তকরণের অনুমতিপ্রাপ্ত প্রয়োজনীয় রেগুলেশনগুলি প্রত্যাশিত । আগে সংসদে এই সংক্রান্ত বিল আনা হয়েছিল । তবে সময়ের অভাবে তা সংশোধন করা যায়নি ।

বর্তমানে বিদেশি স্টক এক্সচেঞ্জগুলিতে ভারতীয় সংস্থার সরাসরি তালিকাভুক্ত করার অনুমতি নেই । তেমনই বিদেশি সংস্থাগুলিও তাদের স্টক এক্সচেঞ্জগুলিতে তাদের ইকুইটি শেয়ার সরাসরি তালিকাভুক্ত করতে অনুমোদিত নয় । ভারতীয় সংস্থাগুলিকে আমানত প্রাপ্তির (ADR ও GDR) মাধ্যমে বিদেশে মূলধন সংগ্রহের অনুমতি দেওয়া হয় । তবে এটি ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় না হওয়ায় কেন্দ্র ও বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কর্পোরেটদের জন্য মূলধন সহজলভ্য করতে ও দেশের বিদেশি বিনিয়োগকারীদের জন্য বৃহত্তর পর্যায় সরবরাহের অন্যান্য উপায় অনুসন্ধান করছে ।

সরাসরি তালিকাভুক্ত ছাড়াও আমানত প্রাপ্তিগুলি তালিকাভুক্ত দেশীয় সংস্থাগুলির শেয়ারের বিপরীতে বিদেশে সুরক্ষিত তালিকাভুক্ত হয় । ইনফোসিস, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়-সহ কমপক্ষে 15টি ভারতীয় সংস্থা ADR ও GDR রুটকে ট্যাপ করেছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাজার বিশেষজ্ঞ বলেন, "এই পদক্ষেপের ফলে লন্ডন, সিঙ্গাপুরের মতো অন্যান্য বাজারেও পুঁজি উত্থাপন ও বিশ্বব্যাপী যাওয়ার জন্য ভারতীয় সংস্থা নিবন্ধন করতে বাধা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে । খাঁটি ভারতীয় সত্তা থাকার ফলে এটি খুব ভালোভাবে কার্যকর হবে ।''

বিগত কয়েক বছর ধরে সরাসরি তালিকাভুক্ত নিয়ে সরকার ও নিয়ন্ত্রকদের মধ্যে বিতর্ক চলছে এবং আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে । সরাসরি তালিকাভুক্ত হওয়ার ফলে যদিও মূলধন বাড়াতে চায় এমন সংস্থাগুলির উপকার হবে বলেই মনে করা হচ্ছে । তবে, এই অনুমতি কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়া থাকবে না । এছাড়া, সরাসরি তালিকাভুক্ত করার অনুমতি দেওয়ার জন্য 2018 সালে SEBI প্যানেলের দেওয়ার পরামর্শকেই অনুসরণ করবে বলে সরকার জানিয়েছে । ভারতীয় সংস্থাগুলির দ্বারা তালিকাভুক্তকরণের জন্য অ্যামেরিকা, ব্রিটেন, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকং-সহ 10টি বিদেশি অধিক্ষেত্রের প্রস্তাব দিয়েছিল । এই অধিক্ষেত্রগুলি ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, দা গ্লোবাল অ্যান্টি -মানি লন্ডারিং গ্রুপ ও ইন্টারন্যাশনাল অর্গ্যানাইজ়েশন অফ সিকিউরিটিজ় কমিশনের অংশ ।তবে যে সংস্থাগুলির আর্থিক পরিস্থিতি টলমল নয়, স্থিতাবস্থা রয়ে

ছে, তাদের ক্ষেত্রেই এই পথ সহজতর হবে । কোনওরকম নেতিবাচক প্রভাব পড়বে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.