দিল্লি, 7 সেপ্টেম্বর : 34 বছর পর শিক্ষানীতিতে বদল এনেছে কেন্দ্রীয় সরকার । 1986-র পর প্রথম শিক্ষানীতিতে এমন বদল আনা হয়েছে । যা নিয়ে আজ রাজ্যপালদের একটি কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন, "শিক্ষানীতি সকলের । এখানে সরকারের হস্তক্ষেপ থাকবে একদম সামান্য ।"
NEP 2020 নিয়ে আজ রাজ্যপালরা একটি কনফারেন্সে বৈঠক করেন । সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থা দেশের আকাঙ্ক্ষা পূরণের গুরুত্বপূর্ণ মাধ্যম । শিক্ষাব্যবস্থার দায়িত্ব রয়েছে কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় সংস্থা সকলেরই । তবে, সরকারের হস্তক্ষেপও দরকার । কিন্তু সরকারের প্রভাব এক্ষেত্রে সবচেয়ে কম হওয়া উচিত । যেমন বৈদেশিক নীতি, প্রতিরক্ষা নীতিও দেশের, কোনও সরকারের নয় । তেমনই শিক্ষানীতিও । এটি সকলের ।" মানুষের কাছে তিনি আবেদন জানান, শিক্ষানীতির সফল রূপায়ণে সকলকে মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে ।
তিনি আরও বলেন, এই শিক্ষানীতিতে পড়ুয়াদের উপর থেকে চাপ কমানো হয়েছে । কোনও নির্দিষ্ট বিভাগ বেছে নেওয়ার চাপও বিলুপ্ত করা হয়েছে । জোর দেওয়া হয়েছে পড়াশোনার বদলে শেখার উপর । পড়ুয়াদের চিন্তাভাবনার যাতে বিকাশ ঘটে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে । বিশেষভাবে নজর দেওয়া হয়েছে প্যাশন, প্র্যাকটিক্যালিটি ও পারফরমেন্সের উপর ।
নতুন শিক্ষানীতির নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, " যত শিক্ষক, অভিভাবক, পড়ুয়া এই নীতিতে যুক্ত হবে তত এই নীতি প্রয়োগে সুবিধে হবে ।"