ETV Bharat / bharat

কোঝিকোড় বিমানবন্দর থেকে উদ্ধার 54 লাখ টাকার সোনা, গ্রেপ্তার 2 - কোঝিকোড় বিমানবন্দর

সাতটি ক্যাপসুল থেকে উদ্ধার সোনা । যার আনুমানিক বাজারমূল্য 54.19 লাখ টাকা ৷

Customs seized gold at Calicut International Airport
কোঝিকোড় বিমানবন্দর থেকে উদ্ধার 54 লাখ টাকার সোনা
author img

By

Published : Nov 15, 2020, 11:31 AM IST

মালাপ্পুরম, 15 নভেম্বর :কেরালার কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হল 54.19 লাখ টাকার সোনা ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে অভিযান চালায় কাস্টমসের আধিকারিকরা ৷ দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাতটি ক্যাপসুল জাতীয় জিনিস ৷ সেগুলির প্রতিটি থেকে উদ্ধার হয় 1 হাজার 47 গ্রাম করে সোনা ৷

ধৃতদের একজন কেরালার পালাক্কাড এবং অন্যজন কর্নাটকের কারওয়ারের বাসিন্দা ৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

এর আগে গত মাসের 30 তারিখ কোঝিকোড় বিমানবন্দর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল 40 গ্রাম সোনা ৷ N-95 মাস্কের মধ্যে ওই সোনা লুকানো ছিল ৷

মালাপ্পুরম, 15 নভেম্বর :কেরালার কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে বাজেয়াপ্ত করা হল 54.19 লাখ টাকার সোনা ৷ এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে অভিযান চালায় কাস্টমসের আধিকারিকরা ৷ দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাতটি ক্যাপসুল জাতীয় জিনিস ৷ সেগুলির প্রতিটি থেকে উদ্ধার হয় 1 হাজার 47 গ্রাম করে সোনা ৷

ধৃতদের একজন কেরালার পালাক্কাড এবং অন্যজন কর্নাটকের কারওয়ারের বাসিন্দা ৷ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

এর আগে গত মাসের 30 তারিখ কোঝিকোড় বিমানবন্দর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল ৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল 40 গ্রাম সোনা ৷ N-95 মাস্কের মধ্যে ওই সোনা লুকানো ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.