ETV Bharat / bharat

ম্যাঙ্গালুরু বিমানবন্দরে প্রায় 33 লাখ টাকার সোনা উদ্ধার - ম্যাঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর

ফের সোনা উদ্ধার হল ম্যাঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৷ যার বাজার মূল্য 32 লাখ 93 হাজার টাকা ৷

Gold worth Rs 32 lakh seized at Mangalore Airport
Gold worth Rs 32 lakh seized at Mangalore Airport
author img

By

Published : Oct 28, 2020, 3:09 PM IST

ম্যাঙ্গালুরু(কর্নাটক), 28 অক্টোবর : ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে 634 গ্রাম সোনা উদ্ধার ৷ দুবাই থেকে আগত এক ব্যক্তি সোনাসহ ধরা পড়ল শুল্ক বিভাগের কর্মকর্তাদের হাতে ৷

বাজেয়াপ্ত হওয়া সোনার বাজার মূল্য 32 লাখ 93 হাজার টাকা ৷ 26 অক্টোবর ওই ব্যক্তি দুবাই থেকে একটি বেসরকারি বিমানে এখানে পৌঁছায় ৷ কর্মকর্তাদের কথায়, "ওই ব্যক্তির নাম আবুবক্কর সিদ্দিকি ৷ পাউডারের মধ্যে লুকিয়ে সোনা আনছিল সে ৷ তার কাছ থেকে 634 গ্রাম সোনা উদ্ধার হয় ৷ "

এর আগেও শুল্ক বিভাগের কর্মকর্তারা রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 21 কেজি সোনা উদ্ধার করেন ৷ একটি পার্সেল থেকে সোনার বিস্কুট, সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত করেন শুল্ক কর্তারা ৷

ম্যাঙ্গালুরু(কর্নাটক), 28 অক্টোবর : ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে 634 গ্রাম সোনা উদ্ধার ৷ দুবাই থেকে আগত এক ব্যক্তি সোনাসহ ধরা পড়ল শুল্ক বিভাগের কর্মকর্তাদের হাতে ৷

বাজেয়াপ্ত হওয়া সোনার বাজার মূল্য 32 লাখ 93 হাজার টাকা ৷ 26 অক্টোবর ওই ব্যক্তি দুবাই থেকে একটি বেসরকারি বিমানে এখানে পৌঁছায় ৷ কর্মকর্তাদের কথায়, "ওই ব্যক্তির নাম আবুবক্কর সিদ্দিকি ৷ পাউডারের মধ্যে লুকিয়ে সোনা আনছিল সে ৷ তার কাছ থেকে 634 গ্রাম সোনা উদ্ধার হয় ৷ "

এর আগেও শুল্ক বিভাগের কর্মকর্তারা রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 21 কেজি সোনা উদ্ধার করেন ৷ একটি পার্সেল থেকে সোনার বিস্কুট, সোনার গয়না ও হিরে বাজেয়াপ্ত করেন শুল্ক কর্তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.