হায়দরাবাদ, 5 এপ্রিল : কোরোনা ভাইরাসে 180 টি দেশ আক্রান্ত হওয়ার পর বিশ্বব্যাপী সহনশীলতাই সবচেয়ে জরুরি হয়ে উঠেছে ৷ এই প্যানডেমিকে জেরে এখনও পর্যন্ত বিশ্বব্যাপী 9,50,713 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গিয়েছেন 48,313 জন ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া সরকারগুলি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও কার্যকরী সমাধান বের করতে পারেনি ৷
যে ধরনের বিপদকে আগে থেকে চিহ্নিত করা কঠিন হয়ে ওঠে, সেক্ষেত্রে সহনশীলতাই একমাত্র সমাধান এবং এটা বিচ্ছিন্ন থাকার সময় পরীক্ষা সম্ভব নয় ৷ সরকারের উচিত চিন্তাভাবনার জন্য একটি মনোভাব নেওয়া ৷ বিপদকে চিহ্নিত করতে বহুস্তরীয় ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে ৷ বিশ্বব্যাপী বিপদ আসলে এই সংকটের পরিস্থিতি সরকারের দক্ষতারও পরীক্ষা নেয় ৷
সহশীলতা বৃদ্ধি করার জন্য সরকারকে মানুষের আস্থা কার্যকরী ভাবে বৃদ্ধি করতে হবে এবং বেসরকারি ক্ষেত্রগুলিকে স্থানীয়স্তরে প্রস্তুতি ও কাজ করার জন্য উৎসাহ দিতে হবে ৷ নাগরিক সমাজকেও দুর্নীতি ও অপচয় রোধ এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ৷
এই প্যানডেমিককে কোনও একটি দেশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ৷ কারণ, এটা কোনও একটিমাত্র দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই ৷ তাই সরকারগুলি শুধুমাত্র সহনশীলতা বাড়িয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে ৷ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের COVID অ্যাকশন প্ল্যানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচাতে ও জীবনযাত্রা রক্ষা করতে অংশীদারদের ব্যবহার করছে এবং এই উদ্যোগ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ৷