ETV Bharat / bharat

লকডাউনের জের, রূপ ফিরে পাচ্ছে গঙ্গা-যমুনা - কোরোনা

লকডাউনের জেরে স্বচ্ছ হয়েছে যমুনা নদীর জল । লকডাউনের সময় গঙ্গা নদীর জলের গুণগত মানও 40 থেকে 50 শতাংশ উন্নত হয়েছে ।

Ganges-Yamuna River water quality improves
গঙ্গা-যমুনায় স্বচ্ছ জল
author img

By

Published : Apr 5, 2020, 7:02 PM IST

Updated : Apr 5, 2020, 8:57 PM IST

দিল্লি, 5 এপ্রিল : দেশজুড়ে লকডাউন যেন ইকোসিস্টেমকে সুস্থ করে তুলছে । গঙ্গা নদীর পর, এবার দিল্লি সংলগ্ন যমুনা । লকডাউনের জেরে কিছুটা হলেও দূষণের পরিমাণ কমায় রূপ ফিরে পাচ্ছে গঙ্গা-যমুনা ।

কোরোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই সুখবর । স্বচ্ছ হয়েছে যমুনা নদীর জল । বারাণসীতে গঙ্গায়ও ফিরেছে স্বচ্ছতা । লকডাউনের সময় গঙ্গা নদীর জলের গুণগত মানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে । বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় 40 থেকে 50 শতাংশ উন্নত হয়েছে গঙ্গার জলের গুণগত মান ।

এই তাৎপর্যপূর্ণ উন্নতির কারণ? অনেকেরই দাবি, এর জন্য ভূমিকা লকডাউনের । গঙ্গা ও যমুনা নদীর জলের এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হ'ল শিল্প ও অন্যান্য উৎপাদনকারী ইউনিটগুলি বন্ধ হয়ে যাওয়া । এই কলকারখানাগুলি থেকে বৃহৎ পরিমাণ বর্জ্য ও বিষাক্ত পদার্থ নির্গত হয়ে নদীতে মেশে । বর্তমানে লকডাউনের জেরে কলকারখানা বন্ধ, নদীর ঘাটে স্নান-কাপড় কাচাও বন্ধ, তাই কমেছে দূষণ ।

রবিবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে যমুনা নদীর স্বচ্ছ নীল জলের একাধিক ছবি । কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফেও টুইট করা হয় যমুনার ছবি । টুইট করা হয় একটি ভিডিয়োও । ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কুচকুচে কালো জলের পরিবর্তে পরিষ্কার নীল আকাশের আর যমুনা নদীতে বয়ে যাচ্ছে স্বচ্ছ জল । তার মধ্য দিয়ে জলের নিচের পলিও স্পষ্ট দেখা যাচ্ছে ।

IIT-BHU-র কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পি কে মিশ্রা বলেন, "গঙ্গার জলের গুণমানের 40-50 শতাংশ উন্নতি হয়েছে ।" এক স্থানীয়ের কথায়, "জলের গুণগত মান উন্নত হয়েছে । জল পরিষ্কার ও স্বচ্ছ । এর অন্যতম বড় কারণ হ'ল আজ সমস্ত কারখানা বন্ধ রয়েছে ।"

দিল্লি, 5 এপ্রিল : দেশজুড়ে লকডাউন যেন ইকোসিস্টেমকে সুস্থ করে তুলছে । গঙ্গা নদীর পর, এবার দিল্লি সংলগ্ন যমুনা । লকডাউনের জেরে কিছুটা হলেও দূষণের পরিমাণ কমায় রূপ ফিরে পাচ্ছে গঙ্গা-যমুনা ।

কোরোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই সুখবর । স্বচ্ছ হয়েছে যমুনা নদীর জল । বারাণসীতে গঙ্গায়ও ফিরেছে স্বচ্ছতা । লকডাউনের সময় গঙ্গা নদীর জলের গুণগত মানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে । বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় 40 থেকে 50 শতাংশ উন্নত হয়েছে গঙ্গার জলের গুণগত মান ।

এই তাৎপর্যপূর্ণ উন্নতির কারণ? অনেকেরই দাবি, এর জন্য ভূমিকা লকডাউনের । গঙ্গা ও যমুনা নদীর জলের এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হ'ল শিল্প ও অন্যান্য উৎপাদনকারী ইউনিটগুলি বন্ধ হয়ে যাওয়া । এই কলকারখানাগুলি থেকে বৃহৎ পরিমাণ বর্জ্য ও বিষাক্ত পদার্থ নির্গত হয়ে নদীতে মেশে । বর্তমানে লকডাউনের জেরে কলকারখানা বন্ধ, নদীর ঘাটে স্নান-কাপড় কাচাও বন্ধ, তাই কমেছে দূষণ ।

রবিবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে যমুনা নদীর স্বচ্ছ নীল জলের একাধিক ছবি । কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফেও টুইট করা হয় যমুনার ছবি । টুইট করা হয় একটি ভিডিয়োও । ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কুচকুচে কালো জলের পরিবর্তে পরিষ্কার নীল আকাশের আর যমুনা নদীতে বয়ে যাচ্ছে স্বচ্ছ জল । তার মধ্য দিয়ে জলের নিচের পলিও স্পষ্ট দেখা যাচ্ছে ।

IIT-BHU-র কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পি কে মিশ্রা বলেন, "গঙ্গার জলের গুণমানের 40-50 শতাংশ উন্নতি হয়েছে ।" এক স্থানীয়ের কথায়, "জলের গুণগত মান উন্নত হয়েছে । জল পরিষ্কার ও স্বচ্ছ । এর অন্যতম বড় কারণ হ'ল আজ সমস্ত কারখানা বন্ধ রয়েছে ।"

Last Updated : Apr 5, 2020, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.