ETV Bharat / bharat

মাঝ আকাশে তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক - coimbatore

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে মহড়া চলাকালীন তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক ।

তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক
author img

By

Published : Jul 2, 2019, 12:48 PM IST

চেন্নাই, 2 জুলাই : মাঝ আকাশেই তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক । ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে । তবে এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই । তবে তেলের ট্যাঙ্ক ভেঙে পরলেও নিরাপদেই তেজস বিমানটি অবতরণ করিয়েছেন পাইলট । এই তেলের ট্যাঙ্কটি অতিরিক্ত ট্যাঙ্ক হিসাবে ছিল এই বিমানে ।

তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক
তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক

আজ মহড়ার সময় সুলুর বিমানঘাঁটি থেকে উড়ে যায় তেজস বিমান। মাঝপথেই একটি কৃষিজমির উপর দিয়ে যাওয়ার সময় তেলের ট্যাঙ্ক টি ভেঙে পড়ে । সেই সময় মাঠে কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্থানীয় কৃষিজীবীরা । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ু সেনা । তেলের ট্যাঙ্কটি ভেঙে পড়তেই আগুন ধরে যায় তাতে । ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় পুলিশকে ।

ভারতে তৈরি এই বিমানের আরও কিছু বৈশিষ্ট আছে । এটির ওজন কম । তাছাড়া আকারেও অন্যান্য যুদ্ধবিমানের থেকে অনেক ছোট । আকারে ছোট হলেও এই যুদ্ধবিমানে সমস্ত অত্যাধুনিক অস্ত্র রাখা যায় । এর আগে বায়ুসেনা জানিয়েছিল, যুদ্ধক্ষেত্রের জন্য একেবারে প্রস্তুত ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস । তবে আজকের দুর্ঘটনার পর তেজসের শক্তির পর উপর প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

চেন্নাই, 2 জুলাই : মাঝ আকাশেই তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক । ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে । তবে এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই । তবে তেলের ট্যাঙ্ক ভেঙে পরলেও নিরাপদেই তেজস বিমানটি অবতরণ করিয়েছেন পাইলট । এই তেলের ট্যাঙ্কটি অতিরিক্ত ট্যাঙ্ক হিসাবে ছিল এই বিমানে ।

তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক
তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক

আজ মহড়ার সময় সুলুর বিমানঘাঁটি থেকে উড়ে যায় তেজস বিমান। মাঝপথেই একটি কৃষিজমির উপর দিয়ে যাওয়ার সময় তেলের ট্যাঙ্ক টি ভেঙে পড়ে । সেই সময় মাঠে কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্থানীয় কৃষিজীবীরা । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ু সেনা । তেলের ট্যাঙ্কটি ভেঙে পড়তেই আগুন ধরে যায় তাতে । ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় পুলিশকে ।

ভারতে তৈরি এই বিমানের আরও কিছু বৈশিষ্ট আছে । এটির ওজন কম । তাছাড়া আকারেও অন্যান্য যুদ্ধবিমানের থেকে অনেক ছোট । আকারে ছোট হলেও এই যুদ্ধবিমানে সমস্ত অত্যাধুনিক অস্ত্র রাখা যায় । এর আগে বায়ুসেনা জানিয়েছিল, যুদ্ধক্ষেত্রের জন্য একেবারে প্রস্তুত ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস । তবে আজকের দুর্ঘটনার পর তেজসের শক্তির পর উপর প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Pune (Maharashtra), July 02 (ANI): Atleast six died and 3 injured after a wall collapsed in Pune's Sinhgad College, Ambegaon collapsed at around 1:15 am today. National Disaster Response Force (NDRF) had reached the spot to rescue those trapped under the debris. The wall collapsed due to heavy downpour. The injured have been admitted to the nearby hospital.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.