চেন্নাই, 2 জুলাই : মাঝ আকাশেই তেজস থেকে ভেঙে পড়ল 1200 লিটারের তেলের ট্যাঙ্ক । ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে । তবে এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই । তবে তেলের ট্যাঙ্ক ভেঙে পরলেও নিরাপদেই তেজস বিমানটি অবতরণ করিয়েছেন পাইলট । এই তেলের ট্যাঙ্কটি অতিরিক্ত ট্যাঙ্ক হিসাবে ছিল এই বিমানে ।
আজ মহড়ার সময় সুলুর বিমানঘাঁটি থেকে উড়ে যায় তেজস বিমান। মাঝপথেই একটি কৃষিজমির উপর দিয়ে যাওয়ার সময় তেলের ট্যাঙ্ক টি ভেঙে পড়ে । সেই সময় মাঠে কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান স্থানীয় কৃষিজীবীরা । ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ু সেনা । তেলের ট্যাঙ্কটি ভেঙে পড়তেই আগুন ধরে যায় তাতে । ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় পুলিশকে ।
ভারতে তৈরি এই বিমানের আরও কিছু বৈশিষ্ট আছে । এটির ওজন কম । তাছাড়া আকারেও অন্যান্য যুদ্ধবিমানের থেকে অনেক ছোট । আকারে ছোট হলেও এই যুদ্ধবিমানে সমস্ত অত্যাধুনিক অস্ত্র রাখা যায় । এর আগে বায়ুসেনা জানিয়েছিল, যুদ্ধক্ষেত্রের জন্য একেবারে প্রস্তুত ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস । তবে আজকের দুর্ঘটনার পর তেজসের শক্তির পর উপর প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।