ETV Bharat / bharat

কোরোনার বিরুদ্ধে লড়তে ভেন্টিলেটর, টেস্টিং কিট দিয়ে ভারতকে সাহায্য ফ্রান্সের

author img

By

Published : Jul 29, 2020, 2:28 AM IST

সেদেশের প্রেসিডেন্টের প্রতিশ্রুতি মতো আজ ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছাল বিশেষ ভেন্টিলেটর, টেস্টিং কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী । ভারতের রেডক্রস সোসাইটির হাতে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হয় ।

Coronavirus
Coronavirus

দিল্লি, 28 জুলাই: কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্যের হাত বাড়িয়ে দিল ফ্রান্স । আজ ফ্রান্সের তরফে ভারতের হাতে তুলে দেওয়া হল ভেন্টিলেটর, টেস্টিং কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী ।

পালাম বায়ু সেনাঘাঁটিতে ভারতের রেডক্রস সোসাইটির হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন । তিনি অনুষ্ঠানের ছবি টুইট করে লেখেন, "ভারতের রেডক্রস সোসাইটির সেক্রেটারি জেনেরাল শ্রী আর কে জৈনের হাতে কোরোনার চিকিৎসা সামগ্রী তুলে দিতে পেরে অত্যন্ত খুশি বোধ করছি। "

তিনি বলেন, "ফ্রান্স এর আগে ভারতকে আর্থিকভাবে সাহায্য করতে ত্রাণকার্যে 200 মিলিয়ন ইউরো অনুদান দিয়েছে। "

ফ্রান্সের প্রেসিডেন্ট সম্প্রতি প্রযুক্তিগত সাহায্যের পাশাপাশি চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য করে ভারতের পাশে দাঁড়ানোর কথা জানান । ফ্রান্সের দূতাবাসের তরফে জানানো হয়, চিকিৎসা সামগ্রী প্যাকেজের অন্তর্গত হিসেবে ফ্রান্স ভারতকে 50টি ওসিরিস-3 ভেন্টিলেটর এবং 70 টি ইউয়েল 830 ভেন্টিলেটর দান করছে।

ভেন্টিলেটরের পাশাপাশি ফ্রান্সের তরফে 50 হাজার উচ্চমানের সেরোলজিক্যাল টেস্ট কিট এবং 50 হাজার সোয়াব কিট পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থদের স্থানান্তরিত করার জন্য প্রয়োজনীয় মরফাস কিট সহ যাবতীয় যন্ত্রপাতি A330 MRTT ফ্রেন্চ যুদ্ধবিমানে করে ভারতে পাঠানো হয় ।

দিল্লি, 28 জুলাই: কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্যের হাত বাড়িয়ে দিল ফ্রান্স । আজ ফ্রান্সের তরফে ভারতের হাতে তুলে দেওয়া হল ভেন্টিলেটর, টেস্টিং কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী ।

পালাম বায়ু সেনাঘাঁটিতে ভারতের রেডক্রস সোসাইটির হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন । তিনি অনুষ্ঠানের ছবি টুইট করে লেখেন, "ভারতের রেডক্রস সোসাইটির সেক্রেটারি জেনেরাল শ্রী আর কে জৈনের হাতে কোরোনার চিকিৎসা সামগ্রী তুলে দিতে পেরে অত্যন্ত খুশি বোধ করছি। "

তিনি বলেন, "ফ্রান্স এর আগে ভারতকে আর্থিকভাবে সাহায্য করতে ত্রাণকার্যে 200 মিলিয়ন ইউরো অনুদান দিয়েছে। "

ফ্রান্সের প্রেসিডেন্ট সম্প্রতি প্রযুক্তিগত সাহায্যের পাশাপাশি চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্য করে ভারতের পাশে দাঁড়ানোর কথা জানান । ফ্রান্সের দূতাবাসের তরফে জানানো হয়, চিকিৎসা সামগ্রী প্যাকেজের অন্তর্গত হিসেবে ফ্রান্স ভারতকে 50টি ওসিরিস-3 ভেন্টিলেটর এবং 70 টি ইউয়েল 830 ভেন্টিলেটর দান করছে।

ভেন্টিলেটরের পাশাপাশি ফ্রান্সের তরফে 50 হাজার উচ্চমানের সেরোলজিক্যাল টেস্ট কিট এবং 50 হাজার সোয়াব কিট পাঠানো হয়েছে। গুরুতর অসুস্থদের স্থানান্তরিত করার জন্য প্রয়োজনীয় মরফাস কিট সহ যাবতীয় যন্ত্রপাতি A330 MRTT ফ্রেন্চ যুদ্ধবিমানে করে ভারতে পাঠানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.