ETV Bharat / bharat

তেলাঙ্গানায় লরি-অটোর সংঘর্ষে মৃত 12 - undefined

অটো ও লরির সংঘর্ষে মৃত্যু হল 12 জনের ৷ দুর্ঘটনায় আহত 6 জন ৷

ঘটনাস্থানে দুমড়ে যাওয়া অটো
author img

By

Published : Aug 4, 2019, 8:51 PM IST

Updated : Aug 4, 2019, 11:08 PM IST

হায়দরাবাদ, 4 অগাস্ট : অটো ও লরির সংঘর্ষে মৃত্যু হল 12 জনের ৷ দুর্ঘটনায় আহত আরও 6 ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় 12 জনের ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তেলাঙ্গানার মাহবুবনগর জেলার কোট্টাপল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত সকলেই স্থানীয় কৃষক বলে জানা গেছে । কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত অটোটিতে মোট 18 জন ছিলেন । সামনে থেকে আসা একটি লরি সেটিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে ।

ট্রাক চালক ও খালাসি আহত হলেও অবস্থা স্থিতিশীল । এই ঘটনার পরে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে সরালে যান চলাচল স্বাভাবিক হয় ।

হায়দরাবাদ, 4 অগাস্ট : অটো ও লরির সংঘর্ষে মৃত্যু হল 12 জনের ৷ দুর্ঘটনায় আহত আরও 6 ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় 12 জনের ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তেলাঙ্গানার মাহবুবনগর জেলার কোট্টাপল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত সকলেই স্থানীয় কৃষক বলে জানা গেছে । কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত অটোটিতে মোট 18 জন ছিলেন । সামনে থেকে আসা একটি লরি সেটিকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে ।

ট্রাক চালক ও খালাসি আহত হলেও অবস্থা স্থিতিশীল । এই ঘটনার পরে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে সরালে যান চলাচল স্বাভাবিক হয় ।

Intro:Body:

మహబూబ్‌నగర్‌ జిల్లా మిడ్జిల్‌ మండలం కొత్తపల్లి ఘోర ప్రమాదం జరిగింది. కూలీలతో వెళ్తున్న ఆటోను లారీ ఢీకొట్టింది.  ఏడుగురు మృతి చెందారు.


Conclusion:
Last Updated : Aug 4, 2019, 11:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.