ETV Bharat / bharat

ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় তেলের ট্যাঙ্ক বিস্ফোরণ, আহত 4 - ছত্তিশগড়

গ্যাস কাটার দিয়ে একটি পুরানো ডিজ়েল ট্যাঙ্ক কাটার সময় বিস্ফোরণ ৷ বিস্ফোরণে চার শ্রমিক আহত হয়েছেন ৷ তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ৷

fuel tank
fuel tank
author img

By

Published : Jun 11, 2020, 4:47 PM IST

রায়গড়, 11 জুন : ছত্তিশগড়ের রায়গড়ে ইস্পাত কারখানায় তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় আহত চারজন শ্রমিক ৷ তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ৷ জানা গিয়েছে, রায়পুর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত ওই কারখানা৷

কোটা রোড পুলিশ স্টেশনের আধিকারিক যুবরাজ তিওয়ারি জানিয়েছেন, "রায়পুর থেকে 250 কিলোমিটার দূরে পত্রাপলির কাছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় ঘটেছে দুর্ঘটনাটি ৷ বুধবার সন্ধ্যায় ওই কারখানার ভিতর শ্রমিকরা গ্যাস কাটার দিয়ে একটি পুরানো ডিজ়েল ট্যাঙ্ককে কাটছিলেন ৷ তখনই ঘটে দুর্ঘটনাটি ৷" পুলিশের অনুমান, ওই পুরানো ট্যাঙ্কারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস অবশিষ্ট ছিল ৷ যখন গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছিল তখন আগুনের সংস্পর্শে ওই অবশিষ্ট গ্যাস চলে আসে । যার জেরেই ঘটে দুর্ঘটনা ৷

স্থানীয় প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, "ওই বিস্ফোরণে চারজন শ্রমিক আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের রায়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ বাকি দুইজন রায়গড়ের একটি হাসপাতালে ভরতি ৷" তিনি বলেন, "বিস্ফোরণ কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত চলছে ৷"

রায়গড়, 11 জুন : ছত্তিশগড়ের রায়গড়ে ইস্পাত কারখানায় তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ৷ দুর্ঘটনায় আহত চারজন শ্রমিক ৷ তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ৷ জানা গিয়েছে, রায়পুর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত ওই কারখানা৷

কোটা রোড পুলিশ স্টেশনের আধিকারিক যুবরাজ তিওয়ারি জানিয়েছেন, "রায়পুর থেকে 250 কিলোমিটার দূরে পত্রাপলির কাছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় ঘটেছে দুর্ঘটনাটি ৷ বুধবার সন্ধ্যায় ওই কারখানার ভিতর শ্রমিকরা গ্যাস কাটার দিয়ে একটি পুরানো ডিজ়েল ট্যাঙ্ককে কাটছিলেন ৷ তখনই ঘটে দুর্ঘটনাটি ৷" পুলিশের অনুমান, ওই পুরানো ট্যাঙ্কারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস অবশিষ্ট ছিল ৷ যখন গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছিল তখন আগুনের সংস্পর্শে ওই অবশিষ্ট গ্যাস চলে আসে । যার জেরেই ঘটে দুর্ঘটনা ৷

স্থানীয় প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, "ওই বিস্ফোরণে চারজন শ্রমিক আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের রায়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ বাকি দুইজন রায়গড়ের একটি হাসপাতালে ভরতি ৷" তিনি বলেন, "বিস্ফোরণ কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.