দিল্লি, 16 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে সকালে জানিয়েছিলেন ছেলে অভিজিৎ । গত কয়েকদিনের থেকে ভালো আছেন বলেও টুইটে উল্লেখ করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় । এইদিকে দিল্লির সেনা হাসপাতালের বুলেটিনে জাননো হয়, শারীরিক অবস্থার উন্নতি হয়নি প্রণববাবুর ।
কয়েকদিন ধরেই সংকটজনক অবস্থায় প্রণববাবু । শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা । তবে তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটার স্থিতিশীল রয়েছে বলে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছিল ।
আজ সকালে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে টুইট করেন তাঁর ছেলে । অভিজিৎ লেখেন, গতকাল হাসপাতালে বাবাকে দেখে এসেছি । ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভ কামনায় বাবা গত কয়েকদিনের থেকে অনেক ভালো আছে । তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের মধ্যে তিনি দ্রুতই ফিরে আসবেন ।
-
Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank You🙏
">Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
Thank You🙏Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
Thank You🙏
দৈনিক বুলেটিন প্রকাশ করে দিল্লির সেনা হাসপাতাল । তারা জানায়, শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি । কিন্তু প্রণববাবুর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । ভেন্টিলেশনেই রয়েছেন তিনি । তাঁর অন্যান্য কো-মরবিডিটিসও রয়েছে । বিশেষজ্ঞদের একটি দল তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে ।
10 অগাস্ট বাথরুমে পড়ে যান তিনি । মাথায় আঘাত লাগে । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই জানা যায় তিনি কোরোনা আক্রান্ত । সংকটজনক অবস্থায় মাথার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । মস্তিষ্কে জমাট বেধে যাওয়া রক্ত অস্ত্রোপচার করে বের করা হয় । কিন্তু সংকট কাটেনি । পরবর্তীতে হাসপাতালের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায় । মাথায় রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না । অস্ত্রপোচারের পরবর্তীতে ভেন্টিলেটশনে রাখা হয় তাঁকে । সেই থেকে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি । দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছিল, তিনি কোমায় আচ্ছন্ন ।