দিল্লি, 24 মার্চ : 2008-এ মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় তৎকালীন কংগ্রেস সরকারকে দুষলেন নির্মলা সীতারমন। তাঁর দাবি, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি ছিল ভারতীয় সেনা। তিনি বলেন, "আমার বিশ্বাস, সেসময় ভারতীয় সেনার আধিকারিকরা সরকারকে বলেছিলেন, "যদি আপনারা আমাদের কিছু করতে বলেন তাহলে আমরা তৈরি। কিন্তু, আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।" আজ হায়দরাবাদের একটি অনুষ্ঠানে ANI-কে একথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।
দিন দুয়েক আগে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁকে জবাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "কংগ্রেস কখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দিতে চায়নি। এটা নতুন ভারত। এ সময় জঙ্গিরা যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের জবাব দেওয়া হবে। সুদ সমেত।"
প্রসঙ্গত, 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন 40 জওয়ান। এর জবাবে 26 ফেব্রুয়ারি ভোররাতে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। খতম হয় একাধিক শীর্ষস্থানীয় জঙ্গি। এদিকে, 2008 মুম্বই হামলায় মৃত্যু হয়েছিল 170 জনের।