ETV Bharat / bharat

দিল্লিতে প্রথমবার পেট্রলকে ছাড়াল ডিজ়েলের দাম

একটানা 18 দিন বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । এই প্রথমবার দিল্লিতে পেট্রলের দামের তুলনায় বেশি হল ডিজ়েলের দাম ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 24, 2020, 11:29 AM IST

দিল্লি, 24 জুন : এই প্রথমবার দিল্লিতে পেট্রলকে ছাড়িয়ে গেল ডিজ়েলের দাম । লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হল 79.76 টাকা যেখানে প্রতি লিটারে ডিজ়েলের দাম 79.88 টাকা । আজ 48 পয়সা করে বাড়ানো হয়েছে তেলের দাম ।

দেশজুড়ে পেট্রল-ডিজ়েলের দাম বেড়ে চলেছে । এই নিয়ে একটানা 18 দিন বাড়ল দাম । গতকাল দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 79.56 টাকা থেকে বেড়ে 79.76 টাকা হয়েছিল । ডিজ়েলের দাম প্রতি লিটারে 78.40 টাকা থেকে বেড়ে হয়েছিল 78.55 টাকা ।

তেল সংস্থাগুলি দাম বাড়ানোর পর বিক্রয় কর ও ভ্যাটের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে তেলের দাম নির্ধারিত হয় । যার ফলে দেশের বিভিন্ন রাজ্যে এই দাম ওঠা-নামা করতে পারে । 7 জুন থেকে দাম বাড়তে শুরু করেছিল পেট্রল-ডিজ়েলের । যার জেরে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে । লকডাউনের সময় তেলের দাম না বাড়লেও এখন আর দাম কমছে না ।

দিল্লি, 24 জুন : এই প্রথমবার দিল্লিতে পেট্রলকে ছাড়িয়ে গেল ডিজ়েলের দাম । লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হল 79.76 টাকা যেখানে প্রতি লিটারে ডিজ়েলের দাম 79.88 টাকা । আজ 48 পয়সা করে বাড়ানো হয়েছে তেলের দাম ।

দেশজুড়ে পেট্রল-ডিজ়েলের দাম বেড়ে চলেছে । এই নিয়ে একটানা 18 দিন বাড়ল দাম । গতকাল দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 79.56 টাকা থেকে বেড়ে 79.76 টাকা হয়েছিল । ডিজ়েলের দাম প্রতি লিটারে 78.40 টাকা থেকে বেড়ে হয়েছিল 78.55 টাকা ।

তেল সংস্থাগুলি দাম বাড়ানোর পর বিক্রয় কর ও ভ্যাটের উপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে তেলের দাম নির্ধারিত হয় । যার ফলে দেশের বিভিন্ন রাজ্যে এই দাম ওঠা-নামা করতে পারে । 7 জুন থেকে দাম বাড়তে শুরু করেছিল পেট্রল-ডিজ়েলের । যার জেরে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে । লকডাউনের সময় তেলের দাম না বাড়লেও এখন আর দাম কমছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.