ETV Bharat / bharat

তেলাঙ্গানায় প্রতি মিনিটে গড়ে একজন করে কোরোনায় আক্রান্ত

দেশে কোরোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । তেলাঙ্গানাতে চলতি মাসের 1 থেকে 25 তারিখ পর্যন্ত নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 720 জন । পরিসংখ্যান বলছে, রাজ্যে প্রতি মিনিটে গড়ে একজন করে কোরোনায় আক্রান্ত হচ্ছেন ।

Telangana reports one COVID case every minute
Telangana reports one COVID case every minute
author img

By

Published : Jul 27, 2020, 6:27 PM IST

হায়দরাবাদ , 27 জুলাই : যত দিন যাচ্ছে দেশে কোরোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । তেলাঙ্গানাতে চলতি মাসের 1 থেকে 25 তারিখ পর্যন্ত নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 720 জন । পরিসংখ্যান বলছে, আক্রান্তের হার এতটাই বেড়েছে যে রাজ্যে প্রতি মিনিটে গড়ে একজন করে কোরোনায় আক্রান্ত হচ্ছেন ।

বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে । শুধুমাত্র গ্রেটার হায়দরাবাদ নয়, আক্রান্ত হচ্ছেন রাজ্যের অন্য জেলার মানুষও । মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নির্দেশিকা জারি করেছেন , সরকারি আধিকারিকদের অবিলম্বে জেলাগুলিতে সফর করতে হবে এবং স্থানীয়দের সাহায্য করতে হবে । বর্তমানে তেলাঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ইটেলা রাজেন্দ্র কোরোনা প্রতিরোধে রাজ্যের জেলাগুলিতে সফর করছেন ।

স্বাস্থ্যমন্ত্রী গতকাল কামারেড্ডি ও নিজ়ামাবাদ জেলায় স্বাস্থ্যব্যবস্থা খতিয়ে দেখেছেন । যদিও গ্রেটার হায়দরাবাদ ও তার আশপাশের জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা একটু হলেও কমেছে । কিন্তু অন্য জেলায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । যেমন ওয়ারেঙ্গেলে প্রতিদিন প্রায় 100 জনেরও বেশি কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন । সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে করিমনগর , নালগণ্ডা , নিজ়ামাবাদে । তবে স্বস্তির খবর গ্রামগুলিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা খুব বেশি বাড়ছে না ।

গ্রামীণ এলাকাগুলিকে সুরক্ষা দিতে তৎপর তেলাঙ্গানা সরকার . . .

যদিও স্বাস্থ্য ও ঔষধি বিভাগের মতে, গ্রামগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে । স্বাস্থ্যমন্ত্রককে এই নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে ৷ স্বাস্থ্য মন্ত্রক জেলা স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারিনটেনডেন্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখছে । সরকার কোরোনা চিকিৎসার জন্য জেলা হাসপাতালগুলোতে সবরকমের ব্যবস্থা করেছে । এছাড়াও বেশ কিছু সামাজিক স্বাস্থ্য কেন্দ্র খুলেছে । জেলাগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে স্থানীয়দের সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে ।

সরকার জেলা হাসপাতালগুলোতে অক্সিজেন পাইপলাইনের ব্যবস্থা করেছে । পাশাপাশি , জেলা গুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে , কোরোনা চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসক , নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিতে হবে । সরকারের তরফে জেলা হাসপাতালগুলোতে PPE কিট , N 95 মাস্ক এবং কোরোনার জন্য প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে । বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলিতে অন্যান্য পরিষেবার তুলনায় কোরোনার পরিষেবায় বেশি নজর দিচ্ছেন ।

হায়দরাবাদ , 27 জুলাই : যত দিন যাচ্ছে দেশে কোরোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । তেলাঙ্গানাতে চলতি মাসের 1 থেকে 25 তারিখ পর্যন্ত নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 37 হাজার 720 জন । পরিসংখ্যান বলছে, আক্রান্তের হার এতটাই বেড়েছে যে রাজ্যে প্রতি মিনিটে গড়ে একজন করে কোরোনায় আক্রান্ত হচ্ছেন ।

বর্তমানে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে । শুধুমাত্র গ্রেটার হায়দরাবাদ নয়, আক্রান্ত হচ্ছেন রাজ্যের অন্য জেলার মানুষও । মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নির্দেশিকা জারি করেছেন , সরকারি আধিকারিকদের অবিলম্বে জেলাগুলিতে সফর করতে হবে এবং স্থানীয়দের সাহায্য করতে হবে । বর্তমানে তেলাঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ইটেলা রাজেন্দ্র কোরোনা প্রতিরোধে রাজ্যের জেলাগুলিতে সফর করছেন ।

স্বাস্থ্যমন্ত্রী গতকাল কামারেড্ডি ও নিজ়ামাবাদ জেলায় স্বাস্থ্যব্যবস্থা খতিয়ে দেখেছেন । যদিও গ্রেটার হায়দরাবাদ ও তার আশপাশের জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা একটু হলেও কমেছে । কিন্তু অন্য জেলায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । যেমন ওয়ারেঙ্গেলে প্রতিদিন প্রায় 100 জনেরও বেশি কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন । সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে করিমনগর , নালগণ্ডা , নিজ়ামাবাদে । তবে স্বস্তির খবর গ্রামগুলিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা খুব বেশি বাড়ছে না ।

গ্রামীণ এলাকাগুলিকে সুরক্ষা দিতে তৎপর তেলাঙ্গানা সরকার . . .

যদিও স্বাস্থ্য ও ঔষধি বিভাগের মতে, গ্রামগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে । স্বাস্থ্যমন্ত্রককে এই নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে ৷ স্বাস্থ্য মন্ত্রক জেলা স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারিনটেনডেন্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখছে । সরকার কোরোনা চিকিৎসার জন্য জেলা হাসপাতালগুলোতে সবরকমের ব্যবস্থা করেছে । এছাড়াও বেশ কিছু সামাজিক স্বাস্থ্য কেন্দ্র খুলেছে । জেলাগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে স্থানীয়দের সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে ।

সরকার জেলা হাসপাতালগুলোতে অক্সিজেন পাইপলাইনের ব্যবস্থা করেছে । পাশাপাশি , জেলা গুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে , কোরোনা চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসক , নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিতে হবে । সরকারের তরফে জেলা হাসপাতালগুলোতে PPE কিট , N 95 মাস্ক এবং কোরোনার জন্য প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছে । বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলিতে অন্যান্য পরিষেবার তুলনায় কোরোনার পরিষেবায় বেশি নজর দিচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.