কোকড়াঝাড়, 2 নভেম্বর : অসমে একই পরিবারের পাঁচজনের আত্মহত্যা । মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন । গতকাল রাতে অসমের কোকড়াঝাড়ে ঘটনাটি ঘটে ।
জেলা প্রশাসন সূত্রে খবর, গোঁসাইগাঁও সাব ডিভিশনের অধীন তুলসীবিল বাজার এলাকায় ঘটনাটি ঘটে । মৃতরা হলেন নির্মল পাল, তাঁঁর স্ত্রী মল্লিকা পাল এবং তিন মেয়ে পূজা, নেহা ও স্নেহা । স্থানীয় মানুষজন আজ সকালে তাঁঁদের ঝুলন্ত দেহ দেখতে পায় । ওই এলাকায় দীর্ঘ বছর ধরে বসবাস করতেন তাঁঁরা । ঘটনার পিছনে কারণ এখনও জানা যায়নি । পুলিশ তদন্ত শুরু করেছে ।