অম্বালা (হরিয়ানা), 5 অক্টোবর : হরিয়ানার অম্বালা ক্যান্টনমেন্টে দেওয়াল চাপা পড়ে তিন নাবালকসহ পাঁচজনের মৃত্যু ৷ দুর্ঘটনায় জখম আরও দুই ৷ গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতদের নাম তসলিম (43), বালা স্বামী (22), অমিত (12), সুজিত (7), বাবু শামিল (5) ৷
খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ ঘটনায় আহত আরও একটি শিশু ও তার মা ৷ তারা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মৃতদের প্রত্যেকেই ময়লা কুড়োনোর মজুরের কাজ করত ৷ প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতরা পুরোনো দেওয়ালের পাশে ঝোপড়িতে থাকত ৷ দুর্ঘটনার সময় তারা ঘুমাচ্ছিল ৷ তখনই হঠাৎই তাদের উপর দেওয়ালটি পড়ে যায় ৷