ETV Bharat / bharat

সেকেন্ড ইনিংসের সূচনা, বিকেলে বৈঠকে বসছে মোদির নতুন মন্ত্রিসভা - nda

শপথ গ্রহণের 24 ঘণ্টার মধ্যে বৈঠক বসছে নতুন মন্ত্রিসভা ।

ফাইল ফোটো
author img

By

Published : May 31, 2019, 10:05 AM IST

Updated : May 31, 2019, 12:50 PM IST

দিল্লি, 31 মে : রাইসিনা হিলসে গত সন্ধ্যায় শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শপথ নিয়েছেন 58 জন মন্ত্রী । শপথ নেওয়ার 24 ঘণ্টার মধ্যে আজ বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা ।

লোকসভা নির্বাচনে সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে সরকার গড়ার ডাক পেয়েছে NDA জোট । তবে প্রথমবারের থেকে এবার শপথগ্রহণ ছিল আরও বেশি জাঁকজমকপূর্ণ । আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দেশের প্রত্যেকটি বিরোধীদলের নেত-নেত্রীরা । আমন্ত্রিত ছিলেন বিদেশি অতিথিরাও । শপথগ্রহণ শেষে মন্ত্রিসভা গঠন । প্রত্যাশা মতো ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন রাজনাথ সিং, নির্মলা সীতারামন, রবিশংকর প্রসাদ, স্মৃতি ইরানিরা ।

নতুনদের মধ্যে রয়েছেন মোদির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ । শপথের 24 ঘণ্টাও পেরোয়নি, আজ বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা । নরেন্দ্র দামোদর দাস মোদির নেতৃত্বে NDA-2 র মন্ত্রিসভার বৈঠক থেকেই হয়ত বেরিয়ে আসবে আগামীদিনে সরকারের নীতি ও কৌশল ।

দিল্লি, 31 মে : রাইসিনা হিলসে গত সন্ধ্যায় শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শপথ নিয়েছেন 58 জন মন্ত্রী । শপথ নেওয়ার 24 ঘণ্টার মধ্যে আজ বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা ।

লোকসভা নির্বাচনে সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে সরকার গড়ার ডাক পেয়েছে NDA জোট । তবে প্রথমবারের থেকে এবার শপথগ্রহণ ছিল আরও বেশি জাঁকজমকপূর্ণ । আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দেশের প্রত্যেকটি বিরোধীদলের নেত-নেত্রীরা । আমন্ত্রিত ছিলেন বিদেশি অতিথিরাও । শপথগ্রহণ শেষে মন্ত্রিসভা গঠন । প্রত্যাশা মতো ক্যাবিনেটে ঠাঁই পেয়েছেন রাজনাথ সিং, নির্মলা সীতারামন, রবিশংকর প্রসাদ, স্মৃতি ইরানিরা ।

নতুনদের মধ্যে রয়েছেন মোদির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ । শপথের 24 ঘণ্টাও পেরোয়নি, আজ বিকেলে বৈঠকে বসতে চলেছে নতুন মন্ত্রিসভা । নরেন্দ্র দামোদর দাস মোদির নেতৃত্বে NDA-2 র মন্ত্রিসভার বৈঠক থেকেই হয়ত বেরিয়ে আসবে আগামীদিনে সরকারের নীতি ও কৌশল ।

Indore (MP), May 31 (ANI): A massive fire broke out at a power house in Madhya Pradesh's Indore. Fire tenders reached the spot to douse the flames. Reason behind the fire is yet to be known. Electricity connections in the city got affected.
Last Updated : May 31, 2019, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.