ETV Bharat / bharat

2021-র প্রথম দিকেই ভারতে মিলবে কোরোনা ভ্যাকসিন : হর্ষ বর্ধন - Health Minister India

ভ্যাকসিন তৈরিতে ভারতের বিজ্ঞানীদের কাজ কত দূর এগিয়েছে সেই প্রসঙ্গে হর্ষ বর্ধন বলেন, "আমরা আশা করছি 2021-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই ভারতে ভ্যাকসিন মিলবে ।"

Aa
Aa
author img

By

Published : Sep 29, 2020, 12:36 AM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর: 2021-এর প্রথম দিকেই ভারতে COVID-19 ভ্যাকসিন মিলবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন ।

আজ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর (ICMR) একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন হর্ষ বর্ধন । সেখানে তিনি বলেন, "ভ্যাকসিন দ্রুত বাজারে আনতে আমাদের গবেষণা জারি রয়েছে । বর্তমানে ক্লিনিকাল ট্রায়াল পর্যায়ে রয়েছে কম পক্ষে তিনটি কার্যকর ভ্যাকসিন ।" ভ্যাকসিন তৈরিতে ভারতের বিজ্ঞানীদের কাজ কত দূর এগিয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আশা করছি 2021-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই সর্বত্র ভ্যাকসিন মিলবে ।"

এরই মধ্যে একদিনে 82 হাজারের গণ্ডি পার করেছে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 82,170 জন । সারা দেশে মোট আক্রান্ত ছুঁয়েছে 60 লাখ । তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থতার হারও । ইতিমধ্যেই দেশজুড়ে সুস্থ হয়েছেন 82.85% আক্রান্ত । মোট 50,16,520 জন সুস্থ হয়ে উঠেছেন । বর্তমানে সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 9,62,640 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 95,542জনের । এই প্যানডেমিকে ভারতে মৃত্যু হার 1.57% বলে উল্লেখ করা হয়েছে ।

দিল্লি, 28 সেপ্টেম্বর: 2021-এর প্রথম দিকেই ভারতে COVID-19 ভ্যাকসিন মিলবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন ।

আজ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর (ICMR) একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন হর্ষ বর্ধন । সেখানে তিনি বলেন, "ভ্যাকসিন দ্রুত বাজারে আনতে আমাদের গবেষণা জারি রয়েছে । বর্তমানে ক্লিনিকাল ট্রায়াল পর্যায়ে রয়েছে কম পক্ষে তিনটি কার্যকর ভ্যাকসিন ।" ভ্যাকসিন তৈরিতে ভারতের বিজ্ঞানীদের কাজ কত দূর এগিয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আশা করছি 2021-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই সর্বত্র ভ্যাকসিন মিলবে ।"

এরই মধ্যে একদিনে 82 হাজারের গণ্ডি পার করেছে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 82,170 জন । সারা দেশে মোট আক্রান্ত ছুঁয়েছে 60 লাখ । তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থতার হারও । ইতিমধ্যেই দেশজুড়ে সুস্থ হয়েছেন 82.85% আক্রান্ত । মোট 50,16,520 জন সুস্থ হয়ে উঠেছেন । বর্তমানে সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 9,62,640 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 95,542জনের । এই প্যানডেমিকে ভারতে মৃত্যু হার 1.57% বলে উল্লেখ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.