ETV Bharat / bharat

দিল্লিতে জুতো কারখানায় আগুন - Fire breaks out in Delhi

দিল্লির মায়াপুরিতে জুতোর কারখানায় আগুন । আগুন নেভাতে দমকলের 20 টি ইঞ্জিন যায় । আনাজ মান্ডির অগ্নিকাণ্ডের ক্ষত এখনও পুরোপুরি ভুলতে পারেনি দিল্লির মানুষ । আজ ফের সেই আগুনের ভয়াবহতাকে মনে করিয়ে দিল মায়াপুরিতে জুতোর কারখানায় আগুন ।

Delhi
জুতোর কারখানায় আগুন
author img

By

Published : Jan 11, 2020, 6:46 PM IST

Updated : Jan 11, 2020, 9:24 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : দিল্লিতে মায়াপুরি ফেজ়-2 এলাকায় জুতোর কারখানায় আগুন । দমকলের 20 টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন প্রায় 90 জন দমকল কর্মী ।

বিকেল প্রায় পাঁচটা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল । কারখানাটি জনবহুল এলাকায় হওয়ায় শুরুতে আগুন নেভানোর কাজে সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের । তবে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।

Delhi
দিল্লিতে জুতোর কারখানায় আগুন

আনাজ মান্ডিতে আগুন লাগার প্রায় এক মাসের মাথায় ফের আজ আগুন লাগল দিল্লির মায়াপুরিতে । আনাজ মান্ডির সেই আগুন লাগার ঘটনায় মারা যান 43 জন । আহত হয়েছিলেন আরও 16 জন । আজ দিল্লির জুতোর কারখানায় এই আগুন ফের মনে করিয়ে দিচ্ছে আনাজ মান্ডির সেই ভয়াবহতার কথা ।

দিল্লি, 11 জানুয়ারি : দিল্লিতে মায়াপুরি ফেজ়-2 এলাকায় জুতোর কারখানায় আগুন । দমকলের 20 টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন প্রায় 90 জন দমকল কর্মী ।

বিকেল প্রায় পাঁচটা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল । কারখানাটি জনবহুল এলাকায় হওয়ায় শুরুতে আগুন নেভানোর কাজে সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের । তবে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।

Delhi
দিল্লিতে জুতোর কারখানায় আগুন

আনাজ মান্ডিতে আগুন লাগার প্রায় এক মাসের মাথায় ফের আজ আগুন লাগল দিল্লির মায়াপুরিতে । আনাজ মান্ডির সেই আগুন লাগার ঘটনায় মারা যান 43 জন । আহত হয়েছিলেন আরও 16 জন । আজ দিল্লির জুতোর কারখানায় এই আগুন ফের মনে করিয়ে দিচ্ছে আনাজ মান্ডির সেই ভয়াবহতার কথা ।

New Delhi, Jan 11 (ANI): Newly elected Chief Minister of Jharkhand, Hemant Soren after meeting with Prime Minister Narendra Modi on Saturday said that the PM had assured that he will support us for the tribal rights in Jharkhand. Adding to it, he said that PM Modi had also said in the meeting that Jharkhand should be paid special attention for the development.He further said that he will meet PM Modi again for the betterment of Jharkhand.
Last Updated : Jan 11, 2020, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.