ETV Bharat / bharat

পনিরের বদলে চিকেন, জ়োম্যাটো ও হোটেল কর্তৃপক্ষকে গুনতে হবে 55 হাজার টাকা ! - Fined

নিরামিষের বদলে আমিষ । জ়োম্যাটোকে 55 হাজার টাকা জরিমানার নির্দেশ দিল পুনের ক্রেতা সুরক্ষা আদালত ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 8, 2019, 1:21 PM IST

পুনে, 8 জুলাই : নিরামিষের বদলে আমিষ । জ়োম্যাটোকে 55 হাজার টাকা জরিমানার নির্দেশ দিল পুনের ক্রেতা সুরক্ষা আদালত । সেই সঙ্গে সংশ্লিষ্ট হোটেলকেও জরিমানা করেছে আদালত ।

আগামী 45 দিনের মধ্যেই জ়োম্যাটোকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত । জরিমানা দিতে হবে আইনজীবী শানমুখ দেশমুখকে । পেশায় আইনজীবী দেশমুখ জ়োম্যাটোতে অর্ডার দিয়েছিলেন পনির বাটার মশলা । পরিবর্তে তিনি পেয়েছন বাটার চিকেন । যেহেতু দুটো খাবারই একইরকম দেখতে, তাই তিনি সেটা বুঝতে না পেরে খেয়ে ফেলেন ।

আরও পড়ুন : যমুনা এক্সপ্রেসওয়েতে খালে বাস, মৃত 29

এই ঘটনার পর আইনজীবী দেশমুখ জ়োম্যাটোর থেকে টাকা ফেরত চেয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন । যদিও আদালতে জ়োম্যাটো জানিয়েছে, এটা তাদের ভুল নয় । তারা সঠিক খাবারই সরবরাহ করেছিল । কিন্তু সংশ্লিষ্ট হোটেলের তরফে ভুল খাবার সরবরাহ করা হয় । তবে আদালত জানিয়েছে, এক্ষেত্রে দু'পক্ষই সমান দায়ি ।

আদালতের নির্দেশ অনুযায়ী, ওই আইনজীবীকে 55 হাজার টাকা জরিমানা দেবে জ়োম্যাটো ও হোটেল কর্তৃপক্ষ ।

পুনে, 8 জুলাই : নিরামিষের বদলে আমিষ । জ়োম্যাটোকে 55 হাজার টাকা জরিমানার নির্দেশ দিল পুনের ক্রেতা সুরক্ষা আদালত । সেই সঙ্গে সংশ্লিষ্ট হোটেলকেও জরিমানা করেছে আদালত ।

আগামী 45 দিনের মধ্যেই জ়োম্যাটোকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত । জরিমানা দিতে হবে আইনজীবী শানমুখ দেশমুখকে । পেশায় আইনজীবী দেশমুখ জ়োম্যাটোতে অর্ডার দিয়েছিলেন পনির বাটার মশলা । পরিবর্তে তিনি পেয়েছন বাটার চিকেন । যেহেতু দুটো খাবারই একইরকম দেখতে, তাই তিনি সেটা বুঝতে না পেরে খেয়ে ফেলেন ।

আরও পড়ুন : যমুনা এক্সপ্রেসওয়েতে খালে বাস, মৃত 29

এই ঘটনার পর আইনজীবী দেশমুখ জ়োম্যাটোর থেকে টাকা ফেরত চেয়ে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন । যদিও আদালতে জ়োম্যাটো জানিয়েছে, এটা তাদের ভুল নয় । তারা সঠিক খাবারই সরবরাহ করেছিল । কিন্তু সংশ্লিষ্ট হোটেলের তরফে ভুল খাবার সরবরাহ করা হয় । তবে আদালত জানিয়েছে, এক্ষেত্রে দু'পক্ষই সমান দায়ি ।

আদালতের নির্দেশ অনুযায়ী, ওই আইনজীবীকে 55 হাজার টাকা জরিমানা দেবে জ়োম্যাটো ও হোটেল কর্তৃপক্ষ ।

New Delhi, Jul 07 (ANI): Congress workers staged protest against Bharatiya Janata Party (BJP) leader Subramanian Swamy on Sunday in national capital. They were demonstrating against Swamy's allegation that Congress leader Rahul Gandhi abuses 'cocain'. Protestors garlanded and burnt effigy of Swamy. They also raised slogans against Subramanian Swamy. An FIR has been registered against Swamy in the matter.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.