ETV Bharat / bharat

কোরোনায় আক্রান্ত সানি দেওয়ল - কোরোনা মহামারি ট

কয়েকদিন আগে মুম্বইয়ে কাঁধে অস্ত্রোপচার করান ৷ তারপর ছুটি কাটাতে মুম্বই থেকে কুল্লু আসেন সানি দেওয়ল ৷

Sunny Deol
Sunny Deol
author img

By

Published : Dec 2, 2020, 9:08 AM IST

মানালি, 2 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত বলিউড অভিনেতা ও BJP সাংসদ সানি দেওয়ল ৷ টুইটারে একথা জানিয়েছেন অভিনেতা নিজেই। পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ তিনি ৷

64 বছরের বলিউড অভিনেতা কয়েকদিন আগেই মুম্বইয়ে কাঁধে অস্ত্রোপচার করান ৷ তারপর ছুটি কাটাতে মুম্বই থেকে কুল্লু আসেন তিনি ৷ প্রায় এক মাস ধরে মানালির দশাল গ্রামে রয়েছেন ৷ তাঁর পরিবারের সদস্যরাও এসেছিলেন ৷ তবে বর্তমানে তাঁরা মুম্বই ফিরে গেছেন ৷

গতকাল মুম্বই ফেরার কথা ছিল সানিরও ৷ তবে ডাক্তারের পরামর্শে আপাতত মানালিতেই কোয়ারানটিনে আছেন তিনি ৷ কুলুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুশীল চন্দ্রা বলেন, ‘‘ মঙ্গলবার তাঁর মুম্বই ফেরার কথা ছিল ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় ৷ সেখানেই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷’’

মানালি, 2 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত বলিউড অভিনেতা ও BJP সাংসদ সানি দেওয়ল ৷ টুইটারে একথা জানিয়েছেন অভিনেতা নিজেই। পঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ তিনি ৷

64 বছরের বলিউড অভিনেতা কয়েকদিন আগেই মুম্বইয়ে কাঁধে অস্ত্রোপচার করান ৷ তারপর ছুটি কাটাতে মুম্বই থেকে কুল্লু আসেন তিনি ৷ প্রায় এক মাস ধরে মানালির দশাল গ্রামে রয়েছেন ৷ তাঁর পরিবারের সদস্যরাও এসেছিলেন ৷ তবে বর্তমানে তাঁরা মুম্বই ফিরে গেছেন ৷

গতকাল মুম্বই ফেরার কথা ছিল সানিরও ৷ তবে ডাক্তারের পরামর্শে আপাতত মানালিতেই কোয়ারানটিনে আছেন তিনি ৷ কুলুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুশীল চন্দ্রা বলেন, ‘‘ মঙ্গলবার তাঁর মুম্বই ফেরার কথা ছিল ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় ৷ সেখানেই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.