ETV Bharat / bharat

সন্তানদের খুনের অভিযোগ, বাবাকে গ্রেপ্তার করল পুলিশ

তেলাঙ্গানার রামচন্দ্রপুরম গ্রামে দুই ছেলেমেয়েকে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

ছবিটি প্রতীকি
author img

By

Published : Apr 17, 2019, 1:18 PM IST

রামচন্দ্রপুরম, 17 এপ্রিল : দুই ছেলে মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির রামচন্দ্রপুরম গ্রামের ঘটনা।

আজ সকালে রামচন্দ্রপুরম গ্রামের বোম্বাই কলোনিতে কুমার নামের এক ব্যক্তি তার এক ছেলে ও মেয়েকে খুন করে বলে অভিযোগ। ছেলে অখিলকে (11) গলায় ধারাল অস্ত্রের কোপ মেরে ও মেয়ে শারান্যকে (5) গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, কুমার তার বড় মেয়ে মল্লেশ্বরীকেও (8) গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছিল। কিন্তু, সে কোনওরকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়।

মল্লেশ্বরী তার ঠাকুমাকে গিয়ে জানায় যে তার বাবা অখিল ও শারান্যকে মেরে ফেলেছে। উল্লেখ্য, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রী কুমারকে ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় রামচন্দ্রপুরম থানার পুলিশ। কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রামচন্দ্রপুরম, 17 এপ্রিল : দুই ছেলে মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডির রামচন্দ্রপুরম গ্রামের ঘটনা।

আজ সকালে রামচন্দ্রপুরম গ্রামের বোম্বাই কলোনিতে কুমার নামের এক ব্যক্তি তার এক ছেলে ও মেয়েকে খুন করে বলে অভিযোগ। ছেলে অখিলকে (11) গলায় ধারাল অস্ত্রের কোপ মেরে ও মেয়ে শারান্যকে (5) গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, কুমার তার বড় মেয়ে মল্লেশ্বরীকেও (8) গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করেছিল। কিন্তু, সে কোনওরকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়।

মল্লেশ্বরী তার ঠাকুমাকে গিয়ে জানায় যে তার বাবা অখিল ও শারান্যকে মেরে ফেলেছে। উল্লেখ্য, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রী কুমারকে ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় রামচন্দ্রপুরম থানার পুলিশ। কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Wayanad (Kerala), Apr 17 (ANI): Congress president Rahul Gandhi today offered prayers at Wayanad's Thirunelli temple. Rahul Gandhi has filed nomination for Wayanad Lok Sabha Parliamentary seat. Ancient Thirunelli temple is dedicated to Lord Maha Vishnu. Lok Sabha election will be held in Kerala third phase on April 23.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.