ETV Bharat / bharat

‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র আওতায় প্রচুর কৃষক এসেছেন, কমেছে বিপদের ঝুঁকি : মোদি

কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার মধ্য়েই, আজ ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হল ৷ সেই উপলক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়া সব কৃষকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে এও জানালেন ফসল বিমা যোজনার আওতায় প্রচুর কৃষক এসেছেন ৷ সঙ্গে ফসলের ঝুঁকিও কমেছে এবং কোটি কোটি কৃষক এর উপকার পয়েছেন ৷

fasal-bima-yojana-increased-coverage-mitigated-risk-and-benefitted-crores-of-farmers-modi
‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র আওতায় প্রচুর কৃষক এসেছেন, কমেছে বিপদের ঝুঁকি : নরেন্দ্র মোদি
author img

By

Published : Jan 13, 2021, 5:10 PM IST

দিল্লি, 13 জ়ানুয়ারি : নয়া কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার মধ্য়েই, আজ ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হল ৷ সেই উপলক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়া সব কৃষকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে এও জানালেন ফসল বিমা যোজনার আওতায় প্রচুর কৃষক এসেছেন ৷ সঙ্গে ফসলের ঝুঁকিও কমেছে এবং কোটি কোটি কৃষক এর উপকার পয়েছেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কৃষকরা কতটা উপকৃত হচ্ছেন, তা প্রধানমন্ত্রীর ‘নমো অ্য়াপে’র মাধ্য়মে জানাতে বললেন মোদি ৷

  • How has PM Fasal Bima Yojana ensured greater benefit to farmers?

    How has transparency been furthered in settlement of claims?

    These, and other aspects relating to PM-FBY have been answered through innovative content on the NaMo App’s Your Voice Section. #FasalBima4SafalKisan pic.twitter.com/x8dnRBfz47

    — Narendra Modi (@narendramodi) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষি আইনের সমর্থকরাই, অভিযোগ কৃষক ও বিরোধীদের

এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কীভাবে কৃষকদের অধিকারকে কার্যকর করছে? এবং এই বিমা পেতে কতটা স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে? এই সব নিয়ে নমো অ্য়াপের মাধ্য়মে আপনাদের মতামত জানান ৷’’ রাজনৈতিক মহলের মতে, মোদির এই টুইট কার্যত কৃষি আইন নিয়ে চলা বিতর্কের বিরুদ্ধে প্রচারের কৌশল ৷ আর তাই নয়া কৃষি আইনে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর, এবার কৃষকদের মন পেতে অন্য় রাস্তা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী ৷

  • An important initiative to secure hardworking farmers from the vagaries of nature, PM Fasal Bima Yojana completes 5 years today. The Yojana has increased coverage, mitigated risk & benefitted crores of farmers. I congratulate all beneficiaries of the scheme. #FasalBima4SafalKisan

    — Narendra Modi (@narendramodi) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 13 জ়ানুয়ারি : নয়া কৃষি আইনে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার মধ্য়েই, আজ ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হল ৷ সেই উপলক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়া সব কৃষকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সঙ্গে এও জানালেন ফসল বিমা যোজনার আওতায় প্রচুর কৃষক এসেছেন ৷ সঙ্গে ফসলের ঝুঁকিও কমেছে এবং কোটি কোটি কৃষক এর উপকার পয়েছেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কৃষকরা কতটা উপকৃত হচ্ছেন, তা প্রধানমন্ত্রীর ‘নমো অ্য়াপে’র মাধ্য়মে জানাতে বললেন মোদি ৷

  • How has PM Fasal Bima Yojana ensured greater benefit to farmers?

    How has transparency been furthered in settlement of claims?

    These, and other aspects relating to PM-FBY have been answered through innovative content on the NaMo App’s Your Voice Section. #FasalBima4SafalKisan pic.twitter.com/x8dnRBfz47

    — Narendra Modi (@narendramodi) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষি আইনের সমর্থকরাই, অভিযোগ কৃষক ও বিরোধীদের

এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কীভাবে কৃষকদের অধিকারকে কার্যকর করছে? এবং এই বিমা পেতে কতটা স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে? এই সব নিয়ে নমো অ্য়াপের মাধ্য়মে আপনাদের মতামত জানান ৷’’ রাজনৈতিক মহলের মতে, মোদির এই টুইট কার্যত কৃষি আইন নিয়ে চলা বিতর্কের বিরুদ্ধে প্রচারের কৌশল ৷ আর তাই নয়া কৃষি আইনে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর, এবার কৃষকদের মন পেতে অন্য় রাস্তা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী ৷

  • An important initiative to secure hardworking farmers from the vagaries of nature, PM Fasal Bima Yojana completes 5 years today. The Yojana has increased coverage, mitigated risk & benefitted crores of farmers. I congratulate all beneficiaries of the scheme. #FasalBima4SafalKisan

    — Narendra Modi (@narendramodi) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.