ETV Bharat / bharat

কৃষকরা অধিকার আদায়ের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন : রাহুল - কৃষকরা নিজেদের অধিকারের আদায়ে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করছে : রাহুল

আন্দোলনরত কৃষকদের প্রতি রাহুলের বার্তা, "আমাদের কৃষক ও শ্রমিকরা তাঁদের অধিকারের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন ৷"

Farmers fighting for their rights against powerful forces: Rahul Gandhi
কৃষকরা নিজেদের অধিকারের আদায়ে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করছে : রাহুল
author img

By

Published : Jan 14, 2021, 1:15 PM IST

দিল্লি, 14 জানুয়ারি : পোঙ্গল, মকর সংক্রান্তি ও মাঘবিহু উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের । আন্দোলনরত কৃষকদের প্রতি তাঁর বার্তা, "আমাদের কৃষক ও শ্রমিকরা তাঁদের অধিকারের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন ৷"

আজ তামিলনাড়ু গিয়ে জাল্লিকাট্টুর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ পোঙ্গল নিয়েও টুইট করেছেন রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, "সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানাই ৷ আপনাদের সঙ্গে পোঙ্গল পালন করতে আমি তামিলনাড়ুতে আসছি ৷ আমি মাদুরাইতে জাল্লিকাট্টু উৎসবে উপস্থিত থাকব ৷"

আরও পড়ুন : কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ ওই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয় ৷ তাই এবার ডিএমকে-র ক্ষমতায় ফেরার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে মত রাজনৈতিক মহলের একাংশের ৷

দিল্লি, 14 জানুয়ারি : পোঙ্গল, মকর সংক্রান্তি ও মাঘবিহু উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের । আন্দোলনরত কৃষকদের প্রতি তাঁর বার্তা, "আমাদের কৃষক ও শ্রমিকরা তাঁদের অধিকারের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন ৷"

আজ তামিলনাড়ু গিয়ে জাল্লিকাট্টুর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ পোঙ্গল নিয়েও টুইট করেছেন রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, "সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানাই ৷ আপনাদের সঙ্গে পোঙ্গল পালন করতে আমি তামিলনাড়ুতে আসছি ৷ আমি মাদুরাইতে জাল্লিকাট্টু উৎসবে উপস্থিত থাকব ৷"

আরও পড়ুন : কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ ওই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয় ৷ তাই এবার ডিএমকে-র ক্ষমতায় ফেরার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে মত রাজনৈতিক মহলের একাংশের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.