দিল্লি, 8 ডিসেম্বর : প্রায় ঘণ্টা তিনেকের ম্যারাথন বৈঠকেও মিলল না রফা সূত্র । উলটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠককে অসম্পূর্ণ বলেই দাবি করল কৃষক সংগঠনগুলি । বৈঠক শেষে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা জানান, কেন্দ্র আগামীকাল লিখিত আকারে তাদের মন্তব্য জানাবে । তার পর প্রতিটি কৃষক সংগঠন আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে । পাশাপাশি, আগামীকাল কেন্দ্রের সঙ্গে ফের একবার বৈঠক হতে পারে, যদিও সে সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন কৃষক নেতা ।
বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , " এই বৈঠকে নতুন কিছুই হয়নি । সরকার এখনও পর্যন্ত কৃষকদের কৃষি আইনের সুবিধা কী সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করছে । আমাদের দাবি আইন প্রত্যাহার করা । কিন্তু সরকার আইন বজায় রাখার প্রস্তাব দিচ্ছে বারবার । এই পরিস্থিতিতে কোনও বৈঠক সম্ভব নয় । " বুধবার সরকারের সঙ্গে ফের বৈঠকের দিন ঠিক হলেও তা বাতিল করে দেওয়া হয়েছে কৃষকদের তরফে ।
আজ কৃষি আইনের বিরোধিতায় ভারত বনধ পালন করেছে কৃষক সংগঠনগুলি । তার পরই সন্ধ্যাতে আলোচনার জন্য কৃষকদের ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এ প্রসঙ্গে, রাকেশ টিকাইত নামে কৃষক সংগঠনের এক নেতা বলেন, "আমাকে ফোন করা হয়েছে । আজ অমিত শাহ সন্ধ্যা 7টায় বৈঠক করবেন ।" দিল্লির কাছে জাতীয় সড়কে যে সব কৃষক নেতা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা ওই বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছিলেন তিনি ।
এর আগে অমিত শাহর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কৃষক সংগঠনগুলি । একাধিকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা হলেও তা থেকে কোনও সমাধানসূত্র বের হয়নি । গত শুক্রবার সাত ঘণ্টা ধরে বৈঠক হলেও তা নিষ্ফলা থেকেছে । আজও কার্যত ফলাফল শূন্যই থেকে গেল বৈঠক ।
আরও পড়ুন : কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব : মমতা
এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হয়নি কৃষক সংগঠনগুলি । তাদের একটাই দাবি, আইন প্রত্যাহার করতে হবে । কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর পরিষ্কার করে দিয়েছেন, তারা এই আইন প্রত্যাহার করবে না ।
এখন কেন্দ্রীয় সরকার কাল লিখিত ভাবে কী জানায়, সে দিকেই তাকিয়ে সবাই ।