ETV Bharat / bharat

কৃষি বিলগুলি বৈপ্লবিক পরিবর্তন আনবে, কৃষকদের স্বাধীনতা দেবে : তোমর - কৃষি বিল

তোমর বলেন, "কৃষকরা এখন নতুন প্রযুক্তি, নতুন বীজ, ভালো কীটনাশক ব্যবহার করতে পারবে । আমি কৃষকদের বলতে চাই যে , যখন এই বিল কার্যকর করা হবে তখন তাদের জীবনে পরিবর্তন আসবে ৷ "

Narendra Shingh Tomar
Narendra Shingh Tomar
author img

By

Published : Sep 24, 2020, 1:48 PM IST

দিল্লি , 24 সেপ্টেম্বর : কৃষি বিলগুলি কৃষকদের জীবনে আমূল পরিবর্তন আনবে ৷ এই বিল কৃষকদের স্বাধীনতা দেবে ৷ তারা যে কোনও ক্রেতার কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে, তাদের ফসলের দামের গ্যারান্টি পেতে পারে এবং নতুন প্রযুক্তি ব্যবহার ও ফসলের বৈচিত্র্য আনতে পারে ৷ আজ এক সাক্ষাৎকারে একথা বলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷

লোকসভা ও রাজ্যসভায় সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ বিল দু’টি কৃষকদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ এনেছে তারা ৷ এই বিলের বিরোধিতায় বিভিন্ন জায়গায় আন্দোলনও চলছে ৷ কিন্তু এই বিল যে কৃষকদের স্বার্থবিরোধী নয় বরং তা কৃষকদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে সেই বিষয়ে আজ বার্তা দেন তোমর ৷ বলেন, "ক্ষুদ্র কৃষকরা ফসলের বীজ বপনের সময় তাদের উৎপাদনের ক্ষেত্রে গ্যারান্টি পেতে পারেন । তারা এখন নতুন প্রযুক্তি, নতুন বীজ, ভালো কীটনাশক ব্যবহার করতে পারবে । ফসল উৎপাদনের ব্যয়ও হ্রাস করতে পারবে ৷ আমি কৃষকদের বলতে চাই যে , যখন এই বিল কার্যকর করা হবে তখন তাদের জীবনে পরিবর্তন আসবে ৷ "


কংগ্রেসের উদ্দেশে তোমর বলেন, "MSP-তে ক্রয় অব্যাহত থাকবে । আমরা ইতিমধ্যে রবি শস্যের জন্য MSP ঘোষণা করেছি । আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে এর আগে আদৌ MSP কোনও আইনের অংশ ছিল কি না । কংগ্রেস 50 বছর ক্ষমতায় ছিল ৷ তারা কেন আইনে MSP নিয়ে আসেনি ? MSP কোনও আইনের অংশই নয় । যেহেতু বিলগুলির বিষয়ে কংগ্রেসের কিছু বলার নেই তাই তারা MSP নিয়ে কথা বলছে ৷ কৃষকদের উপর অনেক অবিচার ও শোষণ করা হয়েছে। আমরা যখন কৃষকদের কথা বলি তখন কোনও রাজনীতি হওয়া উচিত নয় । "

তিনি আরও বলেন , "কৃষকরা ফসল উৎপাদন করে মান্ডিতে (বাজারে) নিয়ে যান ৷ এই মান্ডিগুলিতে 25-30 জনের লাইসেন্স রয়েছে ৷ তারা উৎপাদিত পণ্যের দাম ঠিক করে ৷ সেক্ষেত্রে যা কিছু দাম নির্ধারিত হয় তাতে সন্তুষ্ট না হলেও কৃষকদের তাতেই ফসল বিক্রি করতে হত ৷ কারণ তারা যদি তাদের ফসল নিয়ে আবার ফিরে আসার পরিকল্পনা করতেন তাতে তাদের অতিরিক্ত ব্যয় করতে হত ৷ ফলে কৃষকরা সমস্যায় পড়ছিলেন । আমাদের আইন কৃষকদের তাদের ইচ্ছানুযায়ী যে কোনও জায়গায় তাদের পণ্য বিক্রি করতে দেবে। কৃষি বাজারে একটি ট্যাক্স রয়েছে । কিন্তু এই বিলের আওতায় কৃষি বাজারের বাইরে বাণিজ্যের উপর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনও ট্যাক্স থাকবে না ৷" কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের ক্ষেত্রটি তৈরি হলে তার ব্যবস্থার কথা উল্লেখ করে তোমর বলেন , সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) 30 দিনের মধ্যে বিষয়টির সমাধান করবে ।

বিলের আওতায় কৃষকের সম্পূর্ণ সুরক্ষা রয়েছে। এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন , "যদি কোনও কৃষক চুক্তি থেকে বেরিয়ে আসতে চান তবে তিনি তা করতে পারেন ৷ তবে কোনও ব্যবসায়ী চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না ৷ কৃষককে যে দাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেওয়ার পরই চুক্তিটি ছাড়তে পারবেন তাঁরা । এই বিলে কৃষকদের সম্পূর্ণ সুরক্ষা রয়েছে । কৃষকদের জমি নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না । যদি কোনও বিরোধ হয় তবে তার সমাধান একমাত্র সেই অর্থের মাধ্যমেই করা যেতে পারে যা কৃষকরা ফসল উৎপাদনের জন্য নিয়েছে ৷"

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প নিয়ে তিনি বলেন , ’’এই প্রকল্পের আওতায় কৃষকদের এখনও পর্যন্ত 93 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে কথা বলেছেন ।’’

দিল্লি , 24 সেপ্টেম্বর : কৃষি বিলগুলি কৃষকদের জীবনে আমূল পরিবর্তন আনবে ৷ এই বিল কৃষকদের স্বাধীনতা দেবে ৷ তারা যে কোনও ক্রেতার কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে, তাদের ফসলের দামের গ্যারান্টি পেতে পারে এবং নতুন প্রযুক্তি ব্যবহার ও ফসলের বৈচিত্র্য আনতে পারে ৷ আজ এক সাক্ষাৎকারে একথা বলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷

লোকসভা ও রাজ্যসভায় সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ বিল দু’টি কৃষকদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ এনেছে তারা ৷ এই বিলের বিরোধিতায় বিভিন্ন জায়গায় আন্দোলনও চলছে ৷ কিন্তু এই বিল যে কৃষকদের স্বার্থবিরোধী নয় বরং তা কৃষকদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে সেই বিষয়ে আজ বার্তা দেন তোমর ৷ বলেন, "ক্ষুদ্র কৃষকরা ফসলের বীজ বপনের সময় তাদের উৎপাদনের ক্ষেত্রে গ্যারান্টি পেতে পারেন । তারা এখন নতুন প্রযুক্তি, নতুন বীজ, ভালো কীটনাশক ব্যবহার করতে পারবে । ফসল উৎপাদনের ব্যয়ও হ্রাস করতে পারবে ৷ আমি কৃষকদের বলতে চাই যে , যখন এই বিল কার্যকর করা হবে তখন তাদের জীবনে পরিবর্তন আসবে ৷ "


কংগ্রেসের উদ্দেশে তোমর বলেন, "MSP-তে ক্রয় অব্যাহত থাকবে । আমরা ইতিমধ্যে রবি শস্যের জন্য MSP ঘোষণা করেছি । আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে এর আগে আদৌ MSP কোনও আইনের অংশ ছিল কি না । কংগ্রেস 50 বছর ক্ষমতায় ছিল ৷ তারা কেন আইনে MSP নিয়ে আসেনি ? MSP কোনও আইনের অংশই নয় । যেহেতু বিলগুলির বিষয়ে কংগ্রেসের কিছু বলার নেই তাই তারা MSP নিয়ে কথা বলছে ৷ কৃষকদের উপর অনেক অবিচার ও শোষণ করা হয়েছে। আমরা যখন কৃষকদের কথা বলি তখন কোনও রাজনীতি হওয়া উচিত নয় । "

তিনি আরও বলেন , "কৃষকরা ফসল উৎপাদন করে মান্ডিতে (বাজারে) নিয়ে যান ৷ এই মান্ডিগুলিতে 25-30 জনের লাইসেন্স রয়েছে ৷ তারা উৎপাদিত পণ্যের দাম ঠিক করে ৷ সেক্ষেত্রে যা কিছু দাম নির্ধারিত হয় তাতে সন্তুষ্ট না হলেও কৃষকদের তাতেই ফসল বিক্রি করতে হত ৷ কারণ তারা যদি তাদের ফসল নিয়ে আবার ফিরে আসার পরিকল্পনা করতেন তাতে তাদের অতিরিক্ত ব্যয় করতে হত ৷ ফলে কৃষকরা সমস্যায় পড়ছিলেন । আমাদের আইন কৃষকদের তাদের ইচ্ছানুযায়ী যে কোনও জায়গায় তাদের পণ্য বিক্রি করতে দেবে। কৃষি বাজারে একটি ট্যাক্স রয়েছে । কিন্তু এই বিলের আওতায় কৃষি বাজারের বাইরে বাণিজ্যের উপর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনও ট্যাক্স থাকবে না ৷" কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধের ক্ষেত্রটি তৈরি হলে তার ব্যবস্থার কথা উল্লেখ করে তোমর বলেন , সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) 30 দিনের মধ্যে বিষয়টির সমাধান করবে ।

বিলের আওতায় কৃষকের সম্পূর্ণ সুরক্ষা রয়েছে। এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন , "যদি কোনও কৃষক চুক্তি থেকে বেরিয়ে আসতে চান তবে তিনি তা করতে পারেন ৷ তবে কোনও ব্যবসায়ী চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না ৷ কৃষককে যে দাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেওয়ার পরই চুক্তিটি ছাড়তে পারবেন তাঁরা । এই বিলে কৃষকদের সম্পূর্ণ সুরক্ষা রয়েছে । কৃষকদের জমি নিয়ে কোনও পদক্ষেপ করা যাবে না । যদি কোনও বিরোধ হয় তবে তার সমাধান একমাত্র সেই অর্থের মাধ্যমেই করা যেতে পারে যা কৃষকরা ফসল উৎপাদনের জন্য নিয়েছে ৷"

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প নিয়ে তিনি বলেন , ’’এই প্রকল্পের আওতায় কৃষকদের এখনও পর্যন্ত 93 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে কথা বলেছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.