ETV Bharat / bharat

কুলগামে নিকেশ জঙ্গি, রতনুচকে আটক 2 সন্দেহভাজন - Exchange of fire between terrorists, security forces in Kulgam

কুলগামে আজ সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । এখনও পর্যন্ত এক জঙ্গি নিকেশ হয়েছে । অন্যদিকে, গতকাল জম্মুর রতনুচক মিলিটারি স্টেশন এলাকা থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ।

কুলগামে নিকেশ জঙ্গি, রতনুচকে আটক 2 সন্দেহভাজন
author img

By

Published : May 29, 2019, 8:48 AM IST

কুলগাম, 29 মে : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই । কুলগামের তাজ়িপোরা ও মহম্মদপোরা এলাকায় গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত এক জঙ্গি নিকেশ হয়েছে । অপরদিকে, গতকাল জম্মুর রতনুচক মিলিটারি স্টেশন এলাকা থেকে দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ।

তাজ়িপোরা ও মহম্মদপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে আজ সকালে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী । এলাকা ঘিরে ফেলার পর জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই শুরু হয় । এক জঙ্গি নিহত হয়েছে । আরও 2-3 জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী । কুলগাম জেলায় মোবাইল পরিষেবা বন্ধ করা হয়েছে ।

এর আগে গতকাল অনন্তনাগের কোকেরনাগ এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় । দুই জঙ্গি খতম হয় । 24 মে পুলওয়ামায় জাকির মুসা নামে এক কুখ্যাত জঙ্গিকে নিরাপত্তা বাহিনী খতম করে ।

অপরদিকে জম্মুর রতনুচক মিলিটারি স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় । নিরাপত্তা বাহিনী ওই দুই ব্যক্তিকে আটক করেছে । গতবছরের ডিসেম্বরে এই রতনুচক মিলিটারি স্টেশনেই জঙ্গি হামলার ছক বানচাল করেছিল সেনা ।

কুলগাম, 29 মে : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই । কুলগামের তাজ়িপোরা ও মহম্মদপোরা এলাকায় গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত এক জঙ্গি নিকেশ হয়েছে । অপরদিকে, গতকাল জম্মুর রতনুচক মিলিটারি স্টেশন এলাকা থেকে দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে ।

তাজ়িপোরা ও মহম্মদপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে আজ সকালে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী । এলাকা ঘিরে ফেলার পর জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই শুরু হয় । এক জঙ্গি নিহত হয়েছে । আরও 2-3 জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী । কুলগাম জেলায় মোবাইল পরিষেবা বন্ধ করা হয়েছে ।

এর আগে গতকাল অনন্তনাগের কোকেরনাগ এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় । দুই জঙ্গি খতম হয় । 24 মে পুলওয়ামায় জাকির মুসা নামে এক কুখ্যাত জঙ্গিকে নিরাপত্তা বাহিনী খতম করে ।

অপরদিকে জম্মুর রতনুচক মিলিটারি স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় । নিরাপত্তা বাহিনী ওই দুই ব্যক্তিকে আটক করেছে । গতবছরের ডিসেম্বরে এই রতনুচক মিলিটারি স্টেশনেই জঙ্গি হামলার ছক বানচাল করেছিল সেনা ।


Muzaffarnagar (UP), May 29 (ANI): A girl allegedly
abducted at gunpoint and was raped in Uttar Pradesh's Muzaffarnagar. The incident took place in Budhana area on May 27. A case has been registered against a person and further investigation is underway. While speaking to mediapersons, a police official said, "Case registered against one person and investigation is underway".

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.