ETV Bharat / bharat

বাংলা ও অন্ধ্র বাদে কাল থেকে সারা দেশে চালু বিমান পরিষেবা - Civil Aviation minister hardeep singh puri

সোমবার থেকে বিমান চলাচলের ছাড়পত্র দেওয়া হলেও এই সিদ্ধান্তে সায় ছিল না পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের মতো গুটিকয়েক রাজ্যের । সেই তালিকায় ছিল মহারাষ্ট্র ও তামিলনাড়ুও ।

kolkata airport
kolkata airport
author img

By

Published : May 24, 2020, 10:56 PM IST

Updated : May 25, 2020, 12:16 AM IST

দিল্লি, 24 মে: বাংলা ও অন্ধ্রপ্রদেশ বাদে কাল থেকেই গোটা দেশে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । জানিয়ে দিলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী । সারাদিন ধরে বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করে সোমবার থেকেই উড়ান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ থেকে যথাক্রমে 28 ও 26 মে বিমান চলাচল শুরু হবে ।

সোমবার থেকে বিমান চলাচলের ছাড়পত্র দেওয়া হলেও এই সিদ্ধান্তে সায় ছিল না পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের মতো গুটিকয়েক রাজ্যের । সেই তালিকায় ছিল মহারাষ্ট্র ও তামিলনাড়ুও । এই রাজ্যগুলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ থেকে উড়ান চালু করার অনুরোধ জানিয়েছিলেন । কারণ কোরোনার পাশাপাশি আমফানের দাপটে বিধ্বস্ত এ রাজ্য । মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, "বিমান চলাচলের সিদ্ধান্ত দু-একটা দিন পিছোনো যেতে পারত । কিন্তুএই মুহূর্তে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা সম্ভব নয় ।"

যদিও কোরোনা পরিস্থিতি ও আমফানের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্র সরকার । পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র্রপ্রদেশ থেকে কয়েকটা দিন পিছিয়ে বিমান পরিষেবা শুরু হলেও কাল থেকে মহারাষ্ট্রের সবকটি বিমানবন্দর থেকে সীমিত সংখ্যার বিমান চলাচল শুরু হবে । একইসঙ্গে কাল তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরে অন্তত 25টি বিমান অবতরণের কথা রয়েছে । কিন্তু চেন্নাই থেকে কটি বিমান ছাড়বে সেই সংখ্যাটা স্পষ্ট নয় ।

28 তারিখ থেকে কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে সীমিত সংখ্যার বিমান চলাচল শুরু হবে । এরপর ধীরে ধীরে সংখ্যাটা বাড়বে ।

দিল্লি, 24 মে: বাংলা ও অন্ধ্রপ্রদেশ বাদে কাল থেকেই গোটা দেশে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । জানিয়ে দিলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী । সারাদিন ধরে বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করে সোমবার থেকেই উড়ান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ থেকে যথাক্রমে 28 ও 26 মে বিমান চলাচল শুরু হবে ।

সোমবার থেকে বিমান চলাচলের ছাড়পত্র দেওয়া হলেও এই সিদ্ধান্তে সায় ছিল না পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের মতো গুটিকয়েক রাজ্যের । সেই তালিকায় ছিল মহারাষ্ট্র ও তামিলনাড়ুও । এই রাজ্যগুলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ থেকে উড়ান চালু করার অনুরোধ জানিয়েছিলেন । কারণ কোরোনার পাশাপাশি আমফানের দাপটে বিধ্বস্ত এ রাজ্য । মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, "বিমান চলাচলের সিদ্ধান্ত দু-একটা দিন পিছোনো যেতে পারত । কিন্তুএই মুহূর্তে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা সম্ভব নয় ।"

যদিও কোরোনা পরিস্থিতি ও আমফানের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্র সরকার । পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র্রপ্রদেশ থেকে কয়েকটা দিন পিছিয়ে বিমান পরিষেবা শুরু হলেও কাল থেকে মহারাষ্ট্রের সবকটি বিমানবন্দর থেকে সীমিত সংখ্যার বিমান চলাচল শুরু হবে । একইসঙ্গে কাল তামিলনাড়ুর চেন্নাই বিমানবন্দরে অন্তত 25টি বিমান অবতরণের কথা রয়েছে । কিন্তু চেন্নাই থেকে কটি বিমান ছাড়বে সেই সংখ্যাটা স্পষ্ট নয় ।

28 তারিখ থেকে কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে সীমিত সংখ্যার বিমান চলাচল শুরু হবে । এরপর ধীরে ধীরে সংখ্যাটা বাড়বে ।

Last Updated : May 25, 2020, 12:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.