ETV Bharat / bharat

কুপওয়াড়া থেকে ভোটে লড়ছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী

author img

By

Published : Dec 5, 2020, 4:00 PM IST

Updated : Dec 5, 2020, 9:27 PM IST

সোমায়া সাদাফ । নিয়ন্ত্রণরেখার ওপারের প্রথম মহিলা, যিনি কেন্দ্রশাসিত অঞ্চলটির উত্তরাঞ্চলে নির্বাচনে লড়ছেন ।

DDC elections
DDC elections

কুপওয়াড়া, 5 ডিসেম্বর : পাক অধিকৃত কাশ্মীরের মেয়ে সোমায়ার যখন বিয়ে হয়, স্বামী তখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত । ভারতের জঙ্গি পুনর্বাসনের নীতির আওতায় 2010 সালে নেপাল হয়ে কাশ্মীরে আসেন সোমায়া । এবার, ডিডিসি নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত দ্রাগমুল্লা আসনে আরও 11 জনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী ।

সোমায়া সাদাফ । নিয়ন্ত্রণরেখার ওপারের প্রথম মহিলা, যিনি কেন্দ্রশাসিত অঞ্চলটির উত্তরাঞ্চলে নির্বাচনে লড়ছেন ।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজ়াফফারাবাদের সোমায়া 2002 সালে বিয়ে করেন কুপওয়াড়ার আবদুল মাজিদ ভাট-কে । 1990 সালে পাকিস্তানে গিয়েছিলেন আবদুল ভাট এবং দম্পতির চার সন্তানও রয়েছে ।

2010 সালে কাশ্মীরে এসে স্বামীকে পোলট্রি ফার্মের ব্যবসা প্রতিষ্ঠায় সাহায্য করেন সোমায়া । পরিবার ও পেট চালানোর তাগিয়ে একটি দুগ্ধ খামার চালু করেন তিনি । কাশ্মীরে আসার পরে মুজ়াফফারাবাদ থেকে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে স্নাতকোত্তর কোর্স শেষ করেন তিনি ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার মূল উদ্দেশ্য মহিলাদের স্বাধীন ও স্বাবলম্বী হওয়ার আদর্শে অনুপ্রাণিত করা ।"

7 ডিসেম্বর ভোটগ্রহণ দ্রাগমুল্লায় ।

কুপওয়াড়া, 5 ডিসেম্বর : পাক অধিকৃত কাশ্মীরের মেয়ে সোমায়ার যখন বিয়ে হয়, স্বামী তখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত । ভারতের জঙ্গি পুনর্বাসনের নীতির আওতায় 2010 সালে নেপাল হয়ে কাশ্মীরে আসেন সোমায়া । এবার, ডিডিসি নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত দ্রাগমুল্লা আসনে আরও 11 জনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী ।

সোমায়া সাদাফ । নিয়ন্ত্রণরেখার ওপারের প্রথম মহিলা, যিনি কেন্দ্রশাসিত অঞ্চলটির উত্তরাঞ্চলে নির্বাচনে লড়ছেন ।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজ়াফফারাবাদের সোমায়া 2002 সালে বিয়ে করেন কুপওয়াড়ার আবদুল মাজিদ ভাট-কে । 1990 সালে পাকিস্তানে গিয়েছিলেন আবদুল ভাট এবং দম্পতির চার সন্তানও রয়েছে ।

2010 সালে কাশ্মীরে এসে স্বামীকে পোলট্রি ফার্মের ব্যবসা প্রতিষ্ঠায় সাহায্য করেন সোমায়া । পরিবার ও পেট চালানোর তাগিয়ে একটি দুগ্ধ খামার চালু করেন তিনি । কাশ্মীরে আসার পরে মুজ়াফফারাবাদ থেকে ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে স্নাতকোত্তর কোর্স শেষ করেন তিনি ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমার মূল উদ্দেশ্য মহিলাদের স্বাধীন ও স্বাবলম্বী হওয়ার আদর্শে অনুপ্রাণিত করা ।"

7 ডিসেম্বর ভোটগ্রহণ দ্রাগমুল্লায় ।

Last Updated : Dec 5, 2020, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.