শ্রীনগর, 19 মে : শ্রীনগরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে । তবে হতাহতের কোনও খবর নেই বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।
কাশ্মীর জ়োন পুলিশ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে বিষয়টি জানায় । টুইটে লেখা হয়, শ্রীনগরে নওয়াকদল এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । জম্মু-কাশ্মীর পুলিশ এবং CRPF জওয়ানরা অভিযান চালাচ্ছেন । বিস্তারিত তথ্য জানানো হবে ।
-
#Encounter has started at #Kanemazar #Nawakadal area of #Srinagar. JKP and CRPF are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started at #Kanemazar #Nawakadal area of #Srinagar. JKP and CRPF are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 18, 2020#Encounter has started at #Kanemazar #Nawakadal area of #Srinagar. JKP and CRPF are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 18, 2020
এক পুলিশ আধিকারিক জানান, সংশ্লিষ্ট এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল । সেইমতো তল্লাশি শুরু করেন পুলিশকর্মী ও জওয়ানরা । সেইসময় গুলি চালায় জঙ্গিরা । পালটা গুলি চালানো হয় যৌথবাহিনীর তরফেও ।
BSNL পোস্টপেড ছাড়া অন্য মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ওই আধিকারিক ।