ETV Bharat / bharat

ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্প দেশে দুর্নীতি কমিয়েছে : প্রধানমন্ত্রী - bjp

ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি সাধারণ মানুষের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিতে, দুর্নীতি কমাতে ও জনসাধারণের জন্য পরিষেবা উন্নত করতে সাহায্য করেছে । মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।

প্রধানমন্ত্রী
author img

By

Published : Jul 1, 2019, 2:25 PM IST

Updated : Jul 1, 2019, 6:47 PM IST

দিল্লি, 1 জুলাই : মোদি সরকারের ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পের চতুর্থ বার্ষিকী আজ । সেই উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি সাধারণ মানুষের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিতে, দুর্নীতি কমাতে ও জনসাধারণের জন্য পরিষেবা উন্নত করতে সাহায্য করেছে ।"

মোদি আজ টুইট করেন, "চার বছর আগে ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি চালু হয় । প্রকল্পটি জনসাধারণের কাছে প্রযুক্তি আরও সহজভাবে পৌঁছে দিতে চালু করা হয়েছিল ।" টুইটে মোদি হ্যাশট্যাগ দিয়েছেন #DigitalIndiaNewIndia ।

মোদি সরকারের ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটির লক্ষ্য প্রযুক্তিগত পরিকাঠামো মানুষের কাছে পৌঁছে দেওয়া, নাগরিকদের প্রযুক্তিগত ক্ষমতায়নে সাহায্য ও সরকারের পরিষেবাগুলি প্রযুক্তির মাধ্যমে দ্রুত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া ।

দিল্লি, 1 জুলাই : মোদি সরকারের ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পের চতুর্থ বার্ষিকী আজ । সেই উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি সাধারণ মানুষের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিতে, দুর্নীতি কমাতে ও জনসাধারণের জন্য পরিষেবা উন্নত করতে সাহায্য করেছে ।"

মোদি আজ টুইট করেন, "চার বছর আগে ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটি চালু হয় । প্রকল্পটি জনসাধারণের কাছে প্রযুক্তি আরও সহজভাবে পৌঁছে দিতে চালু করা হয়েছিল ।" টুইটে মোদি হ্যাশট্যাগ দিয়েছেন #DigitalIndiaNewIndia ।

মোদি সরকারের ডিজ়িটাল ইন্ডিয়া প্রকল্পটির লক্ষ্য প্রযুক্তিগত পরিকাঠামো মানুষের কাছে পৌঁছে দেওয়া, নাগরিকদের প্রযুক্তিগত ক্ষমতায়নে সাহায্য ও সরকারের পরিষেবাগুলি প্রযুক্তির মাধ্যমে দ্রুত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া ।

Sonamarg (Jammu and Kashmir), Jul 01 (ANI): A 'barcode-enabled' authority slip is being issued for Amarnath pilgrims. The facility has been started to keep a track of actual number of people travelling to and from the cave shrine. Director of Batlal base camp, Krishan Lal said, "Amarnath Shrine Board has started it, CRPF has been assigned the task. It is a great initiative and will help us in the management of Amarnath Yatra well as the weather is extremely unpredictable."
Last Updated : Jul 1, 2019, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.