ETV Bharat / bharat

যোগী ও মায়াবতীর উপর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের - election campaign 2019

নির্বাচন কমিশন যোগী আদিত্যনাথ ও মায়াবতীর উপর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আপত্তিকর মন্তব্য করার জন্য এই নির্দেশ কমিশনের।

author img

By

Published : Apr 15, 2019, 3:33 PM IST

দিল্লি, 15 এপ্রিল : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা BJP নেতা যোগী আদিত্যনাথ ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

কাল সকাল 6 টা থেকে আগামী 72 ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না যোগী আদিত্যনাথ। কাল সকাল 6 টা থেকে 48 ঘণ্টা অবধি প্রচার বন্ধ রাখতে হবে মায়াবতীকেও। তাঁদের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন। বক্তব্য রাখার সময় তাঁরা আপত্তিকর মন্তব্য করেন বলে কমিশন সূত্রে খবর।

দিল্লি, 15 এপ্রিল : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা BJP নেতা যোগী আদিত্যনাথ ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

কাল সকাল 6 টা থেকে আগামী 72 ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না যোগী আদিত্যনাথ। কাল সকাল 6 টা থেকে 48 ঘণ্টা অবধি প্রচার বন্ধ রাখতে হবে মায়াবতীকেও। তাঁদের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন। বক্তব্য রাখার সময় তাঁরা আপত্তিকর মন্তব্য করেন বলে কমিশন সূত্রে খবর।

Srinagar (J and K), Apr15 (ANI): A young female Mountaineer from Kashmir, Nahida Manzoor, eyes on scaling world's highest peak Mount Everest. She resides in Zewan area of Srinagar. The 23-year-old is an art student and is in her final year. She is studying in Vishwa Bharati College Of Education. Nahida started hiking at the age of 10 as her house is surrounded by hills. Nahida is a trained mountaineer and have completed all the mountaineering courses. So far, she has scaled Mount Deo Tibba and Friendship Peak of Himachal Pradesh with. In Kashmir, she has scaled Mount Mahadev and Tatakooti Peak.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.