ETV Bharat / bharat

''কীভাবে ভাবতে হবে'', গুরুত্ব পেয়েছে নতুন শিক্ষানীতিতে : প্রধানমন্ত্রী

গত 29 জুলাই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । এই নতুন শিক্ষানীতির লক্ষ্য হল উচ্চ শিক্ষায় পরিবর্তন আনা । নতুন শিক্ষানীতিতে পরিবর্তন আনার পর এই বিষয় নিয়ে আজ প্রথম কথা বললেন প্রধানমন্ত্রী ।

Narendra Modi
নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 7, 2020, 1:33 PM IST

দিল্লি , 7 অগাস্ট : 34 বছরের পুরোনো শিক্ষা পদ্ধতিতে অনেকটাই পরিবর্তন এনেছে নতুন শিক্ষানীতি । নতুন শিক্ষানীতির লক্ষ্য সম্পূর্ণ আলাদা । পুরোনো শিক্ষা পদ্ধতি ছিল, ''কী ভাববে'' । আর নতুন শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে ''কীভাবে ভাববে''- এই নীতি । নতুন শিক্ষানীতি নিয়ে আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) আয়োজিত একটি সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

তিনি বলেন, "পুরোনো শিক্ষাপদ্ধতি সবসময় কী ভাববে সেই বিষয়ে লক্ষ্য রাখত । তবে নতুন শিক্ষানীতিতে কীভাবে চিন্তা-ভাবনা করতে হবে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে । অনেকটাই পার্থক্য ।"

গত 29 জুলাই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । নতুন শিক্ষানীতির লক্ষ্য হল উচ্চশিক্ষায় পরিবর্তন আনা । নতুন শিক্ষানীতিতে পরিবর্তন আনার পর এই বিষয় নিয়ে আজ প্রথম কথা বললেন প্রধানমন্ত্রী ।

তিনি বলেন, " জাতীয় শিক্ষানীতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা মতামত আসছে । সাধারণ মানুষ এই বিষয়ে তাঁদের চিন্তা-ভাবনা ব্যক্ত করছেন । এই শিক্ষানীতিকে সকলেই স্বাগত জানিয়েছে । আর একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে, কেউ বলছেন না যে এই শিক্ষানীতি পক্ষপাতদুষ্ট ৷ এটাই সবথেকে ভালো বিষয় । এখন কীভাবে এটি বাস্তবায়িত করা হবে সেদিকেই সকলের নজর রয়েছে । "

নতুন শিক্ষানীতিতে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে । ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্ররা মাতৃভাষাতেই পড়াশোনা করতে পারবে । এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "যখন ছাত্ররা নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করবে তখন তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে । সুতরাং ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় পড়াশোনা করলে সুবিধে হবে । আর একবার বিষয়টি বুঝে গেলে ভবিষ্যতের ভিত আরও শক্ত হবে । শিক্ষকদের প্রশিক্ষণক নতুন নীতিতে গুরুত্ব পেয়েছে ৷ যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "একজন শিক্ষকই পড়ুয়াদের স্বপ্ন দেখাতে পারে । তাই শিক্ষানীতিতে শিক্ষকদের ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে ।"

এই শিক্ষানীতি নিয়ে আশাপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "নতুন প্রজন্মকে তৈরি করবে নতুন শিক্ষানীতি । দেশ গঠনে অন্যতম ভূমিকা নেবে । সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে এই নয়া শিক্ষানীতি । " সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, "এটি কোনও সার্কুলার নয় । সফল করার জন্য ইচ্ছাশক্তির প্রয়োজন । তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে । এই শিক্ষানীতিকে সফল করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । সবার জন্য এটি একটি মহাযজ্ঞ । সকলের যোগদান আবশ্যক ।"

দিল্লি , 7 অগাস্ট : 34 বছরের পুরোনো শিক্ষা পদ্ধতিতে অনেকটাই পরিবর্তন এনেছে নতুন শিক্ষানীতি । নতুন শিক্ষানীতির লক্ষ্য সম্পূর্ণ আলাদা । পুরোনো শিক্ষা পদ্ধতি ছিল, ''কী ভাববে'' । আর নতুন শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে ''কীভাবে ভাববে''- এই নীতি । নতুন শিক্ষানীতি নিয়ে আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) আয়োজিত একটি সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

তিনি বলেন, "পুরোনো শিক্ষাপদ্ধতি সবসময় কী ভাববে সেই বিষয়ে লক্ষ্য রাখত । তবে নতুন শিক্ষানীতিতে কীভাবে চিন্তা-ভাবনা করতে হবে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে । অনেকটাই পার্থক্য ।"

গত 29 জুলাই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । নতুন শিক্ষানীতির লক্ষ্য হল উচ্চশিক্ষায় পরিবর্তন আনা । নতুন শিক্ষানীতিতে পরিবর্তন আনার পর এই বিষয় নিয়ে আজ প্রথম কথা বললেন প্রধানমন্ত্রী ।

তিনি বলেন, " জাতীয় শিক্ষানীতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা মতামত আসছে । সাধারণ মানুষ এই বিষয়ে তাঁদের চিন্তা-ভাবনা ব্যক্ত করছেন । এই শিক্ষানীতিকে সকলেই স্বাগত জানিয়েছে । আর একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে, কেউ বলছেন না যে এই শিক্ষানীতি পক্ষপাতদুষ্ট ৷ এটাই সবথেকে ভালো বিষয় । এখন কীভাবে এটি বাস্তবায়িত করা হবে সেদিকেই সকলের নজর রয়েছে । "

নতুন শিক্ষানীতিতে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে । ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্ররা মাতৃভাষাতেই পড়াশোনা করতে পারবে । এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "যখন ছাত্ররা নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করবে তখন তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে । সুতরাং ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় পড়াশোনা করলে সুবিধে হবে । আর একবার বিষয়টি বুঝে গেলে ভবিষ্যতের ভিত আরও শক্ত হবে । শিক্ষকদের প্রশিক্ষণক নতুন নীতিতে গুরুত্ব পেয়েছে ৷ যা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "একজন শিক্ষকই পড়ুয়াদের স্বপ্ন দেখাতে পারে । তাই শিক্ষানীতিতে শিক্ষকদের ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে ।"

এই শিক্ষানীতি নিয়ে আশাপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "নতুন প্রজন্মকে তৈরি করবে নতুন শিক্ষানীতি । দেশ গঠনে অন্যতম ভূমিকা নেবে । সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে এই নয়া শিক্ষানীতি । " সকলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, "এটি কোনও সার্কুলার নয় । সফল করার জন্য ইচ্ছাশক্তির প্রয়োজন । তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে । এই শিক্ষানীতিকে সফল করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । সবার জন্য এটি একটি মহাযজ্ঞ । সকলের যোগদান আবশ্যক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.